টিজারেই বাজিমাত ‘সিকান্দার’, ঈদে শুভ মুক্তি | Salman Khan | Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-12-29
Просмотров: 35300
Описание:
#Salman_Khan #সিকান্দার
বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। নতুন বছরে ঈদের বক্স অফিস জমাতে একেবারে তৈরি সালমান খান। ‘সিকান্দার’ টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে। ভক্তদের দিয়ে রাখলেন দুরন্ত অ্যাকশনের আভাস।
সদ্য ৫৯ বছরে পা দিয়েছেন সালমান। কথা দিয়েছিলেন, জন্মদিনেই ‘সিকান্দার’-এর টিজার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। প্রয়াত হন ড. মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই টিজার রিলিজের সময় পিছিয়ে দেওয়া হয়।
অবশেষে ২৮ ডিসেম্বর বিকেলে প্রকাশ্যে আসে ‘সিকান্দার’-এর টিজার। সেটাও আবার শুধুমাত্র ইউটিউবে।
এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা গেছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষে শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন ‘সিকান্দার’ সালমান।
ছবিতে ভাইজানের পাশাপাশি দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। এছাড়াও সিনেমাটির অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বরসহ অনেকেকেই।
বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই বেশি ভরসা রাখছেন। তা সে শাহরুখ খানের ‘জাওয়ান’ হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। সাফল্যের আশায় এবারে একই পথ বেছে নিয়েছেন ভাইজান। ‘দাবাং’, ‘ভাইজান’, ‘টাইগার’-এর পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি বলিউডের এই সুলতান।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: