উপনির্বাচনে টিকিট পেলেন না প্রাক্তন বিধায়ক মিতালি, ধূপগুড়িতে তৃণমূলের বাজি রাজবংশী অধ্যাপক নির্মল
Автор: @bristilifestyle
Загружено: 2023-09-03
Просмотров: 272
Описание:
রাজবংশী প্রধান ধূপগুড়িতে গত বিধানসভা ভোটে তৃণমূলকে হারিয়েই জিতেছিল বিজেপি। ২০২১ সালে তৃণমূলের প্রার্থী ছিলেন এই মিতালিই। তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। জিতেছিলেনও। কিন্তু গত ২৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিষ্ণুপদ। তার পরেই খালি হয়ে যায় ধূপগুড়ি বিধানসভা আসনটি।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার বছরে অর্থাৎ ২০১১ সালে এবং ২০১৬তে ধৃপগুড়ি ছিল তৃণমূলেরই দখলে। একদা কামতাপুর রাজ্যের দাবিতে লড়াই করা মিতালিকে নিজেদের মুখ বানিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। মিতালিও প্রার্থী হওয়ার পর বলেছিলেন, কামতাপুরের দাবিতে আন্দোলন করা ঠিক হয়নি তাঁর। এর পর তৃণমূলের টিকিটে ধূপগুড়িতে ভোটেও জেতেন মিতালি। কিন্তু ২০১৯ সালের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। ধূপগুড়িতে জমি শক্ত হয় বিজেপির। ২০২১ সালের আগে মিতালির বিরুদ্ধে বহু লক্ষ টাকার চাকরি দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগ তৎকালীন বিধায়ক মিতালি অস্বীকার করলেও ভোটে সম্ভবত প্রভাব পড়ে। ২০২১ সালে প্রথম ধূপগুড়ি বিধানসভা আসন জেতে বিজেপি। মিতালি হেরে যান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: