মিলাদুন্নবী কি হাদিস সম্মত নাকি বিদআত।
Автор: ইসলামের সাথে সত্যের পথে
Загружено: 2025-08-30
Просмотров: 112
Описание:
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু।
আজকের ভিডিওতে আমরা জানব –
মিলাদুন্নবী কি সত্যিই হাদিস সম্মত, নাকি বিদআত? চলুন বিস্তারিত দেখি।মিলাদুন্নবী বলতে আমরা বুঝি – নবী করিম ﷺ এর জন্মদিন উপলক্ষে মাহফিল বা অনুষ্ঠান করা।কিন্তু কুরআন-হাদিসে কোথাও সরাসরি জন্মদিন উদযাপনের নির্দেশ নেই।
রাসূল ﷺ নিজে কখনো জন্মদিন পালন করেননি।
সাহাবা, তাবেঈন কিংবা প্রথম যুগের আলেমদের মাঝেও এ আমল ছিল না। সহীহ মুসলিম থেকে জানা যায় – “যে কেউ আমাদের দ্বীনে নতুন কিছু যোগ করল, তা প্রত্যাখ্যাত।”)তবে সহীহ মুসলিমের একটি হাদিসে নবী ﷺ বলেছেন –“সোমবারে আমি রোযা রাখি, কারণ এদিন আমার জন্মদিন এবং এদিনই ওহী নাযিল হয়েছে।”👉 (সহীহ মুসলিম, হাদিস 1162)
অর্থাৎ, তিনি জন্মদিনে ইবাদত করেছেন – রোযা রেখেছেন, কিন্তু কোন উৎসব বা মেহেফিল করেননি।
আলেমদের মধ্যে এ নিয়ে ভিন্নমত রয়েছে ।
✅ কিছু আলেম যেমন ইমাম সুয়ূতি, ইবনে হাজার আসকালানি ইনারা বলেছেন – যদি মিলাদে হারাম কিছু না থাকে, বরং কুরআন তিলাওয়াত, সীরাত আলোচনা আর দরুদ হয় – তবে এটি ভালো উদ্যোগ। বলা যায় বিদাতে হাসানা।
❌ আবার ইবনে তাইমিয়া, ইমাম শাতিবী, শায়খ ইবনে বায (رحمهم الله) , শায়খ আলবানী (রহ.) প্রমুখ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন। এটি সরাসরি বিদআত, কারণসাহাবা–তাবে–তাবেঈনগণ
এ কাজ করেননি।
এটি শুরু হওয়ার ব্যাপারে কোন মতভেদ নেই, যেহেতু ইসলামের প্রথম যুগে এটি ছিলনা তাই ইতিহাসবিদ ইবনে খালদুন এবং ইমাম ইবনে কাসির
উল্লেখ করেছেন ফাতেমী শিয়া শাসকদের সময় মিশরে চতুর্থ হিজরি শতকে প্রথম মিলাদ চালু হয় পরে কিছু সুন্নি মুসলিম তা গ্রহণ করেন।
তাহলে আসল কথা কী? আসল কথা এটাই যে,
👉 মিলাদকে ফরজ, সুন্নাহ বা ইসলামের নির্ধারিত আমল বলা যাবে না। এ বিষয়ে ইসলামে নির্দিষ্ট কোন ইবাদাত নেই।
👉 তবে শুধু নবীর জীবনী আলোচনা, দরুদ পাঠ, দোয়া করা যেতে পারে এগুলো সুন্নাহ ও মুস্তাহাব। তবে আনুষ্ঠানিক ভাবে মিলাদুন্নবী পালন করা বিদআত। আবার এগুলো করতে গিয়ে যদি শিরক, গান-বাজনা, অপচয় ঢুকে যায় – তবে তা হারাম।
সুতরাং, আমাদের উচিত নবী ﷺ এর সত্যিকারের ভালোবাসা দেখানো – তাঁর সুন্নাহ পালন করে।
পরিশেষে বলবো, 📌 আল্লাহ বলেন: “তোমরা আল্লাহ ও তাঁর রাসূলকে অনুসরণ কর, তবেই সফল হবে।” (সূরা আলে ইমরান 3:31)
#ঈদে মিলাদুন্নবী পালন
#ঈদ
#মিলাদ
#মিলাদ_কিয়াম
#নবীজির_জীবনী
#নবীরজন্ম
#miladunnabi
#trending
#foryou
#motivation
#islamicvideo
#hadisbangla
#banglawaz
#bukhari
#hadish
#islamic_video
📖 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও সিরিজ 🎥 চলমান পর্ব একসাথে দেখতে নিচের প্লেলিস্টে ক্লিক করুন👇
🔗 • Ar rahiqul makhtum
***আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি SUBSCRIBE করে পাশে থাকা 🔔 বেল আইকনটি প্রেস করে রাখুন।
*আমার চ্যানেল ভিজিট করুন:
আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।
/ @islamersathesotterpothe
🌹জাযাকাল্লাহ খায়রান🌹
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: