আমার দেশ।। সুফিয়া কামাল।। কবিতা আবৃত্তি।। Bangla Kobita Abriti।। Poem Abriti Asor।। Recitation।।
Автор: poem আবৃত্তি আসর
Загружено: 2022-02-19
Просмотров: 3073
Описание:
this is my country বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। মাটি থেকে জন্ম দেয় সোনালী ফসল।চমৎকার এর জলবায়ু।সহনীয় রুদ্ধতাপ,নমনীয় জল বৃষ্টি।তাই এর মাঠ ভরে ওঠে সোনালী ধানের সবুজ পাটের নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বসবাস করে। দুর্যোগে যে আসে না তা নয়। কিন্তু দুর্যোগের সময় তা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা আবার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে।আকাশে যেমন সূর্য ওঠে তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরের মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। সুজলা-সুফলা শস্য-শ্যামলা এই বাংলার বুকে এমন একটি অবস্থায় আমার আপনার তথা বাঙালির জন্ম ফল ফসলে ভরপুর নদীবিধৌত এই জন্মভূমি আমার। খুব ভালবাসি খুব ভালো লাগে আমায়। জন্মভূমি ও ভালোবাসে আমাকে ভালোবেসে দেয় নানা ধরনের সমস্ত ফল-ফসল ভালোবেসে দেয় গোসল করার জন্য নদী-নালা জল ভালোবেসে দেয় জোসনা ভরা পূর্ণিমা চাঁদ। মাতৃভূমির ভালোবাসা অফুরন্ত জন্মভূমির ভালোবাসা অফুরন্ত। মায়ের মত লালিত-পালিত মায়ের মতো নানা ধরনের স্বপ্নে উদ্দীপনা উজ্জীপনা দিয়ে দেয় আমাদের। ছুটে চলি দূর দিগন্তের স্বপ্নে। চলার পথে নানা ধরণের উদ্দীপনা নানা ধরনের অনুপ্রেরণা দিয়ে থাকে এই জন্মভূমি বাংলা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান ভাষা আন্দোলন এর পর ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে উত্থিত হয় মহান মুক্তিযুদ্ধ। 1971 সালে আমরা জয়লাভ করার মাধ্যমেই পেয়েছি আমার এই দেশ। আমার এই মাতৃভূমি সারা পৃথিবীর বুকে কোথাও এমন দেশটি আমি খুঁজে পাই না। ড়ং কোথাও শান্তি খুঁজে পাই না। কোথাও প্রশান্তি খুঁজে পাই না। কোথাও পাই না মায়ের এত স্নেহ এত ভালোবাসা এত আদর। তাইতো ভালোবাসি জন্মভূমি তোমায়।
মাতৃভূমি পৃথিবীর বুকে এমন একটি খণ্ড জন্মভূমি যার মত আপন এবং প্রিয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমার দেশ কবিতায় তারই প্রতিফলন ফুটে উঠেছে। কবি অভিনব কৌশল দিয়ে প্রকাশিত করেছেন মনের আকুতি। মনের মধ্যে বিদ্যমান এবং চলমান অনুভব অনুভূতির প্রবাহ দিয়ে সাজিয়েছেন আমার দেশ কবিতাটি।
#kobita
#abriti
#kobitaabriti
#কবিতা
#banglakobita
#poemabritiasor
#sufiyakamal
#সুফিয়া
#bdkobita
আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
অসাধারণ কবিতা আবৃত্তি। আবৃত্তি শুনতে চলুন টিউন করি।
/ abdurrahaman.akash.399
/ @poemabritiasor
প্লিজ সাবস্ক্রাইব
লাইক কমেন্ট এন্ড শেয়ার
thank you (ধন্যবাদ)।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: