পিঁপড়াদের মধ্যে কেন প্রতিদিন যুদ্ধ লেগেই থাকে?
Автор: Life 2 Days
Загружено: 2023-08-08
Просмотров: 26
Описание:
পিঁপড়াদের মধ্যে কেন প্রতিদিন যুদ্ধ লেগেই থাকে?
ব্রেইনওয়াশ করে কিভাবে দাস বানানো হয় পিঁপড়াদের? পিঁপড়াদের মাঝে প্রতি দিন বিশ্বযুদ্ধ হয়। এতে করে প্রতিদিন ঝড়ে যায় লাখ লাখ পিঁপড়ার প্রাণ। শুনে অবাক হচ্ছেন তো পিঁপড়াদের নিষ্ঠুর জগতে এমনই হয়। পিঁপড়ার অন্তত ৫০ টি প্রজাতির মাঝে দাস প্রথা বিদ্যমান। চরম শ্রমবিভাজনের এ এক অভূতপূর্ব নিদর্শন। বিজ্ঞান জানে না কিভাবে পিঁপড়াদের মাঝে এমন বিভাজন সৃষ্টি হল। তবে কিছু প্রজাতি দাস প্রথার এ বাণিজ্যকে একেবারে নিখুঁত করে তুলে ছিল। ‘পলিয়ার গ্রাস’ ক্রীতদাস পিঁপড়া সম্প্রদায়ের মাঝে সবচেয়ে ভয়ংকর। এরা সাধারণত ৪ থেকে ১০ মিলিমিটার লম্বা হয়, গায়ের রং বাদামী থেকে কালো।
পিঁপড়া ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়। ভবিষ্যতের ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়া থেকে। পবিত্র কোরআনে একটি সুরার নাম হচ্ছে নমল যার অর্থ পিঁপড়া। বাইবেলেও পরিশ্রমী হওয়ার জন্য পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে! সত্যিই ছোট্ট একটি প্রাণীও যে কতটা গুরুত্বপূর্ণ তা ভেবে অবাক হতে হয়।
বিশ্বে জানার কোনো শেষ নেই। পিঁপড়ার কান নেই। পিঁপড়ার হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরণের সেনসিং ভাইব্রেসন যার মাধ্যমে আশেপাশের পরিস্থিতি পিঁপড়ারা বুঝতে পারে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিপড়া।
Subscribe: / @life2days
Like us on Facebook / life2days
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: