ভারতীয় নারী ক্রিকেটারের আইডল যখন মুশফিকুর রহিম। N Sports
Автор: Md Nur Uddin
Загружено: 2019-11-08
Просмотров: 3527
Описание:
#Mushfiqur_Rahim #BD_Cricket #India_Women_Cricketer
লিটল মাস্টার মুশফিকুর রহিম এখন সুপার হিরো। বেঙ্গালুরুর দায় মোচন করে বাংলাদেশকে ভারতের বিপক্ষে অধরা জয় এনে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক বন্দনায় মেতেছে শত কোটির ভারত। খোদ ভারতেই এখন অনেকের কাছে তিনি ক্রিকেটের পোস্টার বয়। এমনকি অনেক ক্রিকেটারও মুশফিককে নিজের ক্যারিয়ারের আইডল হিসেবে নিয়েছেন।
রাজকোটের মাঠে মুশফিক পা রাখার খবর শুনে চলে এসেছিলেন তেমনই একজন ক্রিকেটার। তিনি আবার একজন ক্রিকেটার। স্বপ্নের আইডলের আসার খবরে ছুটে আসেন রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। নাম তার রিধ্ধি রোপারেল। স্থানীয় অনূর্ধ্ব ২৩ নারী ক্রিকেট দলের অধিনায়ক তিনি। একজন আর্দশ উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়তে অনুসরণ করেন বাংলাদেশের এই লিটল মাস্টারকে। এমন একজন অনুসারীকে পেয়ে মুশফিকও বেশ উচ্ছসিত। অনুশীলনের ফাকেই বেশ কিছুক্ষণ সময় দিলেন ভারতীয় এই নারী ক্রিকেটারকে।
কিপিংটা মুশফিকের প্যাশন। গ্লাভস জোড়ার প্রতি মুশফিকের অন্যরকম এক নেশা। সঙ্গে নিজের ব্যাটিংটাও করছেন নান্দনিকতার সাথে। দলের বিপদের তার ব্যাট কথা বলেছে এমন রেকর্ড আছে বহু। দিল্লির ধুলোকে উড়িয়ে অরুন জেটলি স্টেডিয়ামে নতুন ইতিহাস রচিত হয়েছে মুশফিকের ব্যাটে। অনেক আগে থেকেই মুশফিকের কিপিং-ব্যাটিং স্টাইল ভালো লাগে রিধির। কিভাবে দু’টা একসাথে সামলান সাক্ষাতে সেই টিপস নিয়েছেন নিজের আইডলের কাছ থেকে
বেঙ্গালুরুর দু:খ ভুলিয়েছেন মুশফিক-মাহমুদুল্লাহ। কিন্তু এখনো নিজেদের দ্বায়িত্ব শেষ হয়নি। তাইতো ভারতকে হারানোর পরও সাদামাটা ছিলেন মুশফিক। জয়ের উদযাপনটা তুলে রেখেছেন সিরিজ জয়ের জন্য। সাকিব-তামিম বিহীন দলের যে মানসিক অবস্থা ছিলো তাতে অনেকেই ভেবে নিয়েছিলেন ভাঙ্গাচোরা দল নিয়ে কি আর খেলবে বাংলাদেশ। তাদের ভাবনাকে মুশফিক বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। সঙ্গে ছিলো দলের সতীর্থদের লড়াইয়ের মানসিকতা। সব মিলে দলের মধ্যে অস্বস্তি ভাবটাও কেটে গেছে।
জয়ের বেশেই রাজকোটে এসেছে বাংলার টাইগাররা। সিরিজে এখন চালকের আসনে বাংলাদেশ। ম্যাচের আগে দু’দিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন নতুন ভেন্যুতে। ভারতকে চাপে রেখেই সিরিজটা নিশ্চিত করতে চাইবে টাইগাররা।
মুশফিক-মাহমুদুল্লাহরা দেখিয়েছেন দেয়ালে পিঠ ঠেকলি কিভাবে প্রতিরোধ করতে হয়। টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে হারের কুফাটা কেটেছে। কে জানে এই রাজকোটেই হয়তো আরো একটি রেকর্ড দেখা যেতে পারে ৭ নভেম্বর রাতে। এমন কিছু দেখার অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ
দর্শক শুধু মাঠের খবরই নয় মাঠের বাইরের মজার খবরও আপনাদের জানাবে এন স্পোর্টস। সেজন্য সাবসক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: