স্বৈরাচার হাসিনার নাম নিতেই মাহফিলে বাঁধা। বক্তাকে আটক করে হেনেস্তা।মুফতি আব্দুল্লাহ সিদ্দিকী সিলেট।
Автор: Amar Hasi
Загружено: 2024-12-12
Просмотров: 617
Описание:
মুফতী আব্দুল্লাহ সিদ্দিকী সিলেট।
যোগাযোগ 01975-510152
স্বৈরাচার সরকার হাসিনার নাম নিতেই মাহফিলে বাঁধা। বক্তাকে আটক করে হেনেস্তা করলো কতৃপক্ষ।
গত কালকে বড় ভাই মুফতি আব্দুল্লাহ সিদ্দিকী হাফি: কে নিয়ে জামেয়া দারুল উলুম চারখাই মাদ্রাসার মাহফিলে যাই। ভাইয়া যখন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বললেন,তখন বাঁধা দিল মাহফিল কর্তৃপক্ষ!
আলোচনা শেষ করার আগেই রিসিট দিয়ে রুমে নিয়ে ঝামেলা করতে চাইছিল তারা, কিন্তু ওরা ভাবেনি ওদের চেয়ে আমরা আরো বড় খেলোয়াড়!
আফোস কিছু হুজুরের মাথা থেকে এখনো ফ্যাসিবাদের ভূত নামেনি। এইসব দুনিয়াখোর মৌ লোভী এখনো ফ্যাসিবাদের পা চাটতে মজা পায়। দুঃখজনক হলেও সত্য গতকাল হটাৎ বড় ভাইয়ের সাথে এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে গেছিলাম। পরে যা বুঝলাম এটা শুধু মাদ্রাসায় নয়, বরং এটা ইউনিয়ন আওয়ামিলীগের মারকাজ। মাদ্রাসার মুহতামি, নায়েবে মুহতামিম, নাযিম সাব সাধারণ হুজুর ও কমিটির সদস্যরা সবাই ফ্যাসিবাদের দোসর।
বক্তা যখন বিগত সময়ের (ফ্যাসিবাদী আমলের) আলেমদের উপর জুলুমের বিষয় কথা বলতে শুরু করেন।তখনই ঐ মাদ্রাসার নায়বে মুহতামিম স্টেজের সভাপতির মাধ্যমে এসব কথা বলতে নিষেধ করেন। মাদ্রাসার অফিস থেকে হুজুর ও মুরব্বিরা বক্তার আলোচনা বন্ধ করতে চাপ সৃষ্টি করেন। ঐ মাদ্রাসার নাযিম সাব হুজুর বক্তার সামনে দাঁড়িয়ে এমন পজিশন নিচ্ছেন যে, মনে হচ্ছে বক্তার সামন থেকে মাইক কেড়ে নিবে।
অবস্থা বেগতিক দেখে বক্তা তাঁর আলোচনা সংক্ষেপে শেষ করে ফেলেন। আলোচনা শেষে মাদ্রাসার একটা রুমের দরজা আটকিয়ে বক্তাকে মানষিক টর্চার করা হয়। এক পর্যায় মাদ্রাসার নাযিম সাব স্থানীয় চারখাই ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা সালিম বক্তাকে এক প্রকার হুমকি দিয়ে কথা বলেন। একজন আলেম হিসেবে যেখানে বক্তার পক্ষে কথা বলার ছিল সেখানে যুব জমিয়তের সভাপতি ঐ মাওলানা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে উচ্চ আওয়াজে কর্কশ ভাষায় বক্তার সাথে তর্কাতর্কি করেন। এমনকি আরোও হুমকি দেন যে বেশী কথা বললে এখন থেকে বের হওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যাবে।
তেমন কিছু না, নিজে নিজের সম্প্রদায়ের উপর আফসোস করছি। আমার এই সম্প্রদায়ের কিছুসংখ্যক আলেমরা কীভাবে ফ্যাসিবাদের কাছে নিজেদের ইলম-আমল মান-সম্মান বিক্রি করে দেয়? এদের কী গায়রত বলতে কিছু নেই❓
মুফতি আব্দুল্লাহ সিদ্দিকী সিলেট।
#সিদ্দিকীর_মাহফিলে_বাঁধা #সিদ্দিকী #সিদ্দিকী_ওয়াজ #মুফতি_আব্দুল্লাহ_সিদ্দিকী #সিদ্দীকির_সুরে_গোটা_দেশ_তোলপাড়_ #মাহফিলে_সরাসরি_বাধা #স্বৈরাচার
#হাফিজুর_রহমান_সিদ্দিকী #আব্দুল_খালেক_শরিয়তপুরী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: