রাতারগুল সোয়াম্প ফরেস্ট | সিলেট | Ratargul Swamp Forest | Sylhet
Автор: Aminul Vision
Загружено: 2023-09-16
Просмотров: 347
Описание:
রাতারগুল সোয়াম্প ফরেস্ট | সিলেট | Ratargul Swamp Forest | Sylhet
Music: / @aminulvision
রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। এটি রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও বেশ পরিচিত। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গুয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। সিলেট শহর থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার।
এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে।
এখানকার গাছপালা বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন ২০–৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে।
জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি, আছে জোঁকও; শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ; পাখির মধ্যে আছে সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়াসহ নানান প্রজাতির পাখি। শীতকালে রাতারগুলে আসে বালিহাঁসসহ প্রচুর পরিযায়ী পাখি, আসে বিশালাকায় শকুনও।
বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে-চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।
#ratargul #রাতারগুল #সিলেট #sylhet
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: