বাংলায় বিজেপির আসার কারণ কি| why bjp is coming In West Bengal| GS MEDIA|
Автор: GS MEDIA
Загружено: 2020-09-21
Просмотров: 3628
Описание:
বাংলায় বিজেপির আসার কারণ কি| why bjp is coming In West Bengal| GS MEDIA| West Bengal Assembly Election 2021
#westbengalelection2021 #gsmedia
Report : 2014 লোকসভা ভোটে বিজেপি রাজ্য থেকে মাত্র দুজন সাংসদ কে পেয়েছিল। কিন্তু পরের লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 এর নির্বাচনে সেটি 2 থেকে বেড়ে 18 হয়ে যায়। স্বভাবতই সবাইকে অবাক করে দেওয়ার মতন ঘটনা ঘটে। কিন্তু কিভাবে তা সম্ভব হল এবং বর্তমানে কিভাবে বিজেপি তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসলো এই নিয়ে রয়েছে অনেক প্রশ্ন?
একটা সময়ে বামেদের লাল দুর্গ ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু বর্তমানে অনেকটাই ফিকে হয়ে গেরুয়া তে পরিবর্তিত হচ্ছে বামেদের সে দুর্গ। কিন্তু কি কারনে বিজেপি অন্যতম বিরোধী শক্তি হয়ে উঠেছে ?
কংগ্রেসের অন্যতম নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন বাংলায় বিজেপির আসল এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অধীর চৌধুরী বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য তৃণমূলকে আয়নায় মুখ দেখতে বলেন। কিন্তু একটা বড় প্রশ্ন হল সত্যিই কি বাংলায় বিজেপির উত্থান এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটা সময় তৃণমূল এবং বিজিপির কার্যত জোট বেঁধে বাংলায় বামেদের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু তাই বলে বিজেপি কে বাংলায় জায়গা করে দেওয়ার জন্য সরাসরি তৃণমূল দায়ী কি না এ প্রসঙ্গে বিভিন্ন মত উঠে আসছে। ন
অনেকেই মনে করছেন শাসক দলের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত ঘটেছে। আবার অনেকে মনে করছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকে বিজেপি ক্রমশ শক্তি বৃদ্ধি করে চলেছে এ রাজ্যে। যে বিজেপির কোন অস্তিত্ব ছিলনা এই যে সেই বিজেপি এখন বলতে গেলে প্রধান বিরোধী প্রতিপক্ষ হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হচ্ছে। আবার কেউ কেউ তো মনে করছেন 2021 এ তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশের মনে করেন তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে একচ্ছত্র প্রভাব বিস্তার এবং বিরোধী বিশেষ করে সিপিএম হঠাও এই মন্ত্রে কাজ করে চলেছিল শাসকদল যার ফলে সিপিএম অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এমনকি সেই সময়ে রাজ্যের মন্ত্রী ঘোষণা করে বলতেন যারা সিপিএম করেন তাদের সাথে মেলামেশা না করতে বা তাদের কোনো অনুষ্ঠানে তাদের বাড়িতে না যেতে। এর ফলস্বরূপ বহু সিপিএম কর্মীরা ব্যাকফুটে চলে যান অনেকে রাজনৈতিক জীবন থেকে সরে আসলেন আবার অনেকেই বিকল্প হিসেবে অন্য পথ খুঁজতে থাকেন। তারপরেই 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হয়। একদিকে কেন্দ্রে বিজেপি সরকার অন্যদিকে পশ্চিম বাংলায় তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপির উত্থান , সব মিলিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যায় বঙ্গ বিজেপি। যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে তাই বাড়তি সাহস যোগায় বিজেপি কর্মীদের মধ্যে। এবং এর ফলে বামেদের একটা বড় অংশ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বিকল্প হিসেবে বিজেপি দলে নাম লেখাতে শুরু করে। অন্যদিকে অনেক তৃণমূলের ছোটখাটো নেতাকর্মীরা যারা যোগ্য মর্যাদা পারছিলেন না তারাও মধ্য শিবিরে চলে আসেন। এবং এই রি ফলস্বরূপ তৃণমূলের বিকল্প রাজনৈতিক দল হিসেবে একটু একটু করে নিজেদেরকে বৃহৎ আকারে পরিণত করতে থাকে বিজেপি। এভাবেই এগিয়ে জেতে জেতে রাজ্যব্যাপী সংগঠন বেড়েই চলে তাদের। তৃণমূলের অনেক বড় নেতারাও বিজেপিতে আসার ফলে এই সংগঠনের কাজে গতি আসে এবং যার ফলস্বরূপ 2019 সালে ভারতীয় জনতা পার্টি এ রাজ্য থেকে 18 টি সাংসদ পায়। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগে থেকেই রাজ্যে তৃণমূল বিজেপির জায়গায় জায়গায় সংঘর্ষ ও রাজনৈতিক হিংসার খবর এটাই প্রমাণ করে যে তৃণমূলের প্রধান বিরোধী হিসাবে বিজেপির অনেক টাই এগিয়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: