"স্বচ্ছ পুরুলিয়া, সুস্থ জীবন" সন্ধ্যা প্রচার অভিযানে সাঁওতালি গ্রামের উচ্ছ্বাস।।
Автор: Amar Purulia News
Загружено: 2025-06-10
Просмотров: 120
Описание:
গতকাল সন্ধ্যায় মানবাজার ১ ব্লকের জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁধঘুটু পাড়া সাঁওতালি গ্রামে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক প্রচার কর্মসূচি — "স্বচ্ছ পুরুলিয়া, সুস্থ জীবন"। এই সন্ধ্যাকালীন প্রচারের নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি জীবনকৃষ্ণ বিশ্বাস তথা ডিএনও (স্যানিটেশন)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মানবাজার ১-এর বিডিও দেবাশিস ধর, যুগ্ম বিডিও ধনঞ্জয় কুমার এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত টিম।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। আলোচনার মূল বিষয়গুলি ছিল— শৌচাগারের প্রয়োজনীয়তা, পাড়ায় কঠিন বর্জ্য ও প্লাস্টিক ব্যবস্থাপনা, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য এবং দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন গ্রামের ভাবনা।
এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই "স্বচ্ছ নির্মল পুরুলিয়া" গড়ার শপথ গ্রহণ করেন। সাঁওতালি মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরকার নির্মিত শৌচাগার ব্যবহারে তাদের ইতিবাচক মানসিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য। সন্ধ্যা শেষ হয় ঐতিহ্যবাহী সাঁওতালি গান ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে।
জেলা প্রশাসনের এই প্রয়াস চলতি এপ্রিল মাস থেকে প্রতিটি ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রামে নিয়মিতভাবে চলছে এবং এতে বারে বারেই প্রমাণিত হচ্ছে— সচেতনতা আর অংশগ্রহণের মেলবন্ধনেই সম্ভব এক নির্মল ও সুস্থ পুরুলিয়া গড়ে তোলা।
#স্বচ্ছপুরুলিয়া #SwachhBharat #TribalDevelopment #CleanVillage #সুস্থজীবন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: