HSC রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম| এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন যেভাবেকরবেন। HSC Result News
Автор: Youtube BD Income
Загружено: 2024-10-15
Просмотров: 160
Описание:
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
#hscexamresults
#hscboardexamnews
এইচএসসি ২০২৪ বোর্ড চ্যালেঞ্জ নিয়ম, hsc board challenge 2024, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪, এইচ এস সি খাতা চ্যালেঞ্জ, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম, hsc board challenge abedon 2024, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, hsc board challenge kivabe korbo, board challenge result kivabe dekhbo, hsc board challenge system 2024, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪, how to apply hsc board challenge 2024, hsc khata recheck abedon, kivabe hsc board challenge korbo, এইচএসসি ২০২৪ বোর্ড চ্যালেঞ্জ নিয়ম, hsc board challenge 2024, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪, এইচ এস সি খাতা চ্যালেঞ্জ, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম, hsc board challenge abedon 2024, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, hsc board challenge kivabe korbo, board challenge result kivabe dekhbo, hsc board challenge system 2024, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪, how to apply hsc board challenge 2024, hsc khata recheck abedon, kivabe hsc board challenge korbo
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ © টিডিসি ফটো
চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। ফল পুনঃনিরীক্ষণের এ আবেদন বুধবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে, যা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করবেন যেভাবে
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন- 174, 175, 176।
এসএমএস সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি ফিরতি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
উদাহারণ: RSC YES PIN-NUMBER MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
আবেদন ফি কত:
বোর্ডের বিজ্ঞপ্তি তথ্যানুযায়ী- প্রতিটি পত্রের ফল পুনঃনিরীক্ষার ফি ১৫০ টাকা। সেই হিসেবে এইচএসসির প্রতি বিষয়ের (প্রথম ও দ্বিতীয়পত্র) পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে দুটির জন্যই একসঙ্গে আবেদন করতে হবে।
এবারের এইচএসসি পরীক্ষায় সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: