দেয়ালের দাগ তোলার সহজ সমাধান। How to remove wall spots
Автор: ARBD24
Загружено: 2024-01-31
Просмотров: 107
Описание:
দেয়ালের দাগ তোলার সহজ উপায়
বিভিন্ন কারণে ঘরের দেয়ালে দাগ লাগতে পারে। বিশেষ করে পেইন্ট করা ঘরের দেয়ালে। মাকড়সার জালের দাগ। কালি বা ছাইয়ের দাগ।কলম-পেন্সিল বা অন্যান্য দাগ।পেইন্ট করা দেয়ালে এ সমস্ত দাগ তোলার কিছু বিশেষ সহজ ঘরোয়া পদ্ধতি রয়েছে।নিম্নে কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হলো।
দেয়ালের দাগ তোলার পদ্ধতি-১
গরম পানি ও ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশিয়ে নরম কাপড় বা তোয়ালে দিয়ে আলতোভাবে ঘষতে হবে।বেশি চাপ দিলে দেয়ালের রং উঠে যাবে।
দেয়ালের দাগ তোলার পদ্ধতি-২
হাফ কাপ বেকিং সোডা তথা খাবার সোডা ও এক চতুর্থাংশ পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।তারপর দেয়ালে আলতো করে প্রলেপ দিতে হবে।
দেয়ালের দাগ তোলার পদ্ধতি-৩
হাফ কাপ সাদা ভিনেগার ও গরম পানি মিশিয়ে নরম কাপড় দিয়ে ঘষতে হবে।যদিও ভিনেগারে তেমন রাসায়নিক উপাদান নেই যে দেয়ালের রং তুলে ফেলবে তবুও সাবধানে ঘষা দিতে হবে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: