কুলেখাড়া/গোকুলকাটা/আগুন-জ্বালা গাছের উপকারিতা ও ভেষজগুন/Benefits and m.properties of Marsh barble
Автор: AR touch bd
Загружено: 2021-12-23
Просмотров: 5072
Описание:
কুলেখাড়া উপকারিতা ও ভেষজ গুণ।
কুলেখাড়া একবর্ষজীবী উদ্ভিদ জাতীয় উদ্ভিদ। এটি একটি ভেষজ উদ্ভিদ এটি সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায় বাহাদুর স্থানে জন্মে থাকে এর বেদনাম তালমাখনা ইংরেজি নাম মার্চ বারবেল এবং একাঙ্খাছি পরিবারের একটি উদ্ভিদ।
ট্রাসের সাধারণত ফুল ফল পাতা কান্ড এবং মূল ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বাতাসে গুনগুন বীজ রাসায়নিক উপাদানের ভরপুর বিভিন্ন ধরনের উপাদান রয়েছে বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শতাংশ বেশি জন্মে থাকে এছাড়াও বিভিন্ন দেশে জন্মে থাকে।
গাছটির উপকারিতা ভেষজ গুণ
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে মূত্র বৃদ্ধি করে দেহের সর্বত্র কোমায় মূত্রনালীর প্রশমন করে রক্তে ইউরিক অ্যাসিড স্বাভাবিক রেখে কোথায় চলে গেলে সেটা ভালো করতে সাহায্য করে মূত্রনালীর নানা রোগ ভালো করে থাকে মূত্রনালীর পাথর দূর করে পান্ডুরোগ রক্তস্বল্পতা স্নায়বিক দুর্বলতা দূর করে কোমরের ব্যথা এবং হাড়ের ব্যথা দূর করে বাত-ব্যথা ভালো করে পেটের অসুখ আমাশয় ইত্যাদি ভালো করে শিশুদের রাগ জেদ হলে এক্ষেত্রে বেশ ভালো কাজ করে অনিদ্রা দূর করে কোথায় কেটে গেলে বা রক্তপাত হলে সেটা কত ভালো করে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে ফিস্টুলা ভালো করে করতে সাহায্য করে জন্ডিস সে বেশ কার্যকরী ভালো হয় আগুনে পুড়ে গেলে সে জ্বালা যন্ত্রণা এবং কত ভালো করতে সাহায্য করে শরীরের পুষ্টি সাধন এবং সাধারণ দুর্বলতা দূর করে শুকরিয়া দূর করে এছাড়া বিভিন্ন রোগে বেশ কার্যকর।
for any message please contact
email : [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: