BCS আন্তর্জাতিক বিষয়াবলি | দেশ পরিচিতি চীন | About China | Uttoron | উত্তরণ
Автор: উত্তরণ | Uttoron Career & Skills Academy
Загружено: 2021-03-31
Просмотров: 19616
Описание:
BCS আন্তর্জাতিক বিষয়াবলি | দেশ পরিচিতি চীন | About China | Uttoron | উত্তরণ
BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়
এসময়ের প্রতিটি শিক্ষার্থী বুকের মাঝে লালন করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। জীবন মান, পদ মর্যাদা, নিশ্চয়তা এবং সরাসরি দেশ সেবার সুযোগ সকলকে এই দিকে ধাবিত করছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অতিক্রম করতে হয় কয়েকটি কঠিন ধাপ। এই ধাপের প্রথমেই থাকে প্রিলিমিনারি পরীক্ষা। অসংখ্য বিসিএস প্রত্যাশীর একচ্ছত্র অংশগ্রহণে চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এটি। তাই প্রয়োজন দীর্ঘ সময়ের গোছানো প্রস্তুতি আর দৃঢ় আত্মবিশ্বাস।
যেহেতু ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। তাই এই সময় সবচেয়ে জরুরি প্রিলিমিনারি সিলেবাসের সম্পূর্ণ গোছানো প্রস্তুতি নেওয়ার। কৌশলী হয়ে ধারাবাহিক প্রস্তুতিই পারে আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। কারণ ক্যাডার প্রত্যাশী কোনো প্রার্থীর জন্যই BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।
এলক্ষ্যে ৪৩তম বিসিএস প্রত্যাশীদের প্রিলিমিনারি পরীক্ষার কৌশলী উপায়ে পড়াশোনা এবং গোছানো প্রস্তুতির প্রত্যয় নিয়ে ‘উদ্ভাস-উন্মেষ’-এর উদ্যোগ ‘উত্তরণ’-এর আয়োজন ‘৪৩তম BCS প্রিলি ফুল কোর্স নতুন ব্যাচ’। যেখানে রয়েছে- লাইভ ক্লাস, ভিডিও রিপ্লে, PDF ক্লাসনোট, লাইভ এক্সাম, SMS রেজাল্ট, পারফরমেন্স গ্রাফ সহ অনন্য সব সেবামূহ।
৪৩তম BCS প্রিলি ফুল কোর্স (নতুন ব্যাচ) সর্ম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://uttoron.academy/course/43rd-b...
*Follow us on*
Website :
►►►https://uttoron.academy/
** Facebook Page: ► / uttoronacademy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: