গাছে গাছে থোকা থোকা রঙিন কমলা
Автор: Ajahar official
Загружено: 2024-01-01
Просмотров: 237
Описание:
গাছে গাছে থোকা থোকা রঙিন কমলা
কমলাকে আর বিদেশি ফল বলার প্রয়োজন নেই যখন আমাদের দেশেই হচ্ছে বাণিজ্যিক কমলার চাষ। চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদের মিশ্র ফলের বাগানে রয়েছে সাউথ আফ্রিকান মিষ্টি কমলার ৫৭ টি গাছ যেগুলোর বয়স প্রায় ৫ বছর।
অসাধারণ বেয়ারিং এবং রসে ভরপুর মিষ্টি কমলা। প্রত্যেকটা গাছে প্রায় দেড় -দুই মণ কমলা রয়েছে।
কমলা ডিসেম্বরের এই মাসটা থাকবে ...বেড়াতে আসতে পারেন। হাতদিয়ে কমলা পাড়তে পারবেন... খেতে পারবেন( একজন একটা ফ্রি), কিনতে পারবেন,
কমলা চাষ করে সফল রাজবাড়ীর ছরোয়ার হোসেন বিশ্বাস। করোনার সময় ইউটিউব দেখে পতিত জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি। তার বাগানে এখন দার্জিলিংসহ চার জাতের কমলার চাষ হচ্ছে। বাগান শুরুর তিন বছর পর ফল পাবার কথা থাকলেও দুই বছরেই দেখা দিয়েছে প্রচুর ফলন। কমলার আকার, রং, রস দেখে খুশি এই উদ্যোক্তা। প্রতিদিন বাগানটি দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন অনেকে। কমলা সুস্বাদু হওয়ায় গাছ থেকেই বিক্রি হচ্ছে ২শ টাকা দরে।
গাছে গাছে থোকা থোকা রঙিন কমলা। ঘন সবুজ পাতার ভেতর কমলার ভারে ঝুঁকে আছে ডাল। নিজের চোখকে যেন বিশ্বাস হয় না।
Facebook: / Ajahar hossen
YouTube: / Ajahar official
Twitter: / Ajahar hossen
Instagram: / Ajahar hossen
#Ajahar official #Vlog #vlogUpdate
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: