ক্যানসার সচেতনতায় বাগবাজারে ‘Resurrection’-এর শিবির,পাশে পুরপিতা বাপি ঘোষ।
Автор: The Voice News
Загружено: 2025-07-13
Просмотров: 3
Описание:
ক্যানসার সচেতনতায় বাগবাজারে ‘Resurrection’-এর শিবির, পাশে কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ
দুর্গাপুজো এখন আর শুধু মণ্ডপ, প্রতিমা কিংবা আলোকসজ্জার গণ্ডিতে আবদ্ধ নয়। সামাজিক সচেতনতা এবং জনস্বাস্থ্যের বার্তাও পৌঁছে যাচ্ছে এই মিলনমেলায়। ঠিক তেমনই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণ। ‘Resurrection’-এর উদ্যোগে এবং কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষের পৃষ্ঠপোষকতায় সেখানে আয়োজিত হল একটি ক্যানসার সচেতনতা শিবির।
২০২৪ সালে শুরু হওয়া ‘Resurrection: রণং দেহি, জয়ং দেহি’ প্রকল্পের মূল লক্ষ্যই হল—দুর্গাপুজো কমিটিগুলিকে উৎসাহিত করা, যাতে তারা প্রতি বছর সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে ক্যানসার স্ক্রিনিং এবং সচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজন করেন। উদ্যোক্তাদের মতে, ‘‘প্রায় সব পুজো কমিটিই নানাবিধ সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়। কিন্তু ক্যানসারের মতো এক নীরব ঘাতক নিয়ে কাজ করার নজির খুবই কম।’’
উল্লেখযোগ্যভাবে, এই শিবিরে PSA টেস্ট, Pulmonary Function টেস্ট, CA-125-সহ একাধিক ক্যানসার মার্কার পরীক্ষার ব্যবস্থা রাখা হয় বিনামূল্যে। উদ্যোক্তাদের বক্তব্য, ‘‘যাঁদের শরীরে ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি থাকতে পারে, বা প্রাথমিক স্তরে কোনো অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়েছে—তা এই টেস্টগুলির মাধ্যমে ধরা সম্ভব। প্রাথমিক স্তরে রোগ ধরা পড়লে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব ক্যানসারকে।’’
‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিত এই রোগের অন্যতম বিপদ হল—প্রথমদিকে এর কোনও বাহ্যিক উপসর্গ থাকে না। ফলে যখন উপসর্গ প্রকট হয়, তখন তত দিনে তৃতীয় বা চতুর্থ স্তরে পৌঁছে যায় রোগ, আর তখন শুরু হয় দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার লড়াই। অনেকক্ষেত্রে সময় চলে যায় হাতছাড়া।
Resurrection-এর উদ্যোক্তারা মনে করেন, ‘‘সচেতনতাই প্রথম সুরক্ষা। ক্যানসার যেন আসার আগেই তাকে প্রতিহত করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।’’
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: