মোল্লা সুপার সল্ট "আমার স্বপ্ন আমার বাংলাদেশ" অনলাইন রচনা প্রতিযোগিতা
Автор: Molla Super Salt
Загружено: 2024-11-22
Просмотров: 65
Описание:
দেশকে নিয়ে কিশোর তরুণদের স্বপ্নের কথা চিন্তা করে মোল্লা সুপার সল্ট আয়োজন করেছে “আমার স্বপ্ন আমার বাংলাদেশ” নামে একটি অনলাইন রচনা প্রতিযোগিতা | আশপাশে অনেক অনিয়ম, দুর্নীতি, সমস্যা | নতুন দিনে আমরা সেসব চাইনা | এমন এক বাংলাদেশ দেখি যেখানে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য থাকবে না | দেশকে নিয়ে কিশোর তরুণদের স্বপ্নের কথা চিন্তা করে মোল্লা সুপার সল্ট আয়োজন করেছে “আমার স্বপ্ন আমার বাংলাদেশ” নামে একটি অনলাইন রচনা প্রতিযোগিতা | কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে ৫০০ শব্দের ভিতর রচনা লিখার মাধ্যমে প্রকাশ করতে হবে | যাদের রচনা হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং মেন্টরদের পরামর্শের ভিত্তিতে প্রথম তিন জনের জন্য থাকছে শিক্ষাসফর হিসেবে কক্সবাজার ট্রিপ এবং পরবর্তী সাত জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
অংশগ্রহণের নিয়মসমূহ :
১. যে সকল শিক্ষার্থীদের বয়স ১৫ থেকে ২৫ বছর তারা অংশগ্রহণ করতে পারবে।
2. কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে ৫০০ শব্দের ভিতর রচনা লিখার মাধ্যমে প্রকাশ করতে হবে |
৩. “আমার স্বপ্ন আমার বাংলাদেশ” নিয়ে ৫০০ শব্দে রচনা লিখে #mollasupersalt এই হ্যাশট্যাগ যুক্ত করে যেকোনো ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করতে হবে এবং পোস্টটি প্রাইভেসি পাবলিক মুডে রাখতে হবে।
৪. নিজের নাম, বয়স, পিতার নাম, রিজিয়নের নাম, মোবাইল নাম্বার, আপলোডকৃত রচনার লিংক ও নিজের ছবিসহ মোল্লা সুপার সল্ট এর ফেসবুক পেজের ইনবক্সে দিতে হবে।
৫. রচনা লিখে পাঠানোর শেষ সময় ৩১শে ডিসেম্বর, ২০২৪।
৬. কিশোর তরুণদের চোখ দিয়ে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে লেখা রচনার মধ্যে যাদের রচনা হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং মেন্টরদের পরামর্শের ভিত্তিতে প্রথম তিন জনের জন্য থাকছে শিক্ষাসফর হিসেবে কক্সবাজার ট্রিপ এবং পরবর্তী সাত জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
বিঃ দ্রঃ প্রয়োজনে যেকোনো সময় মোল্লা সুপার সল্ট এই প্রতিযোগিতার সকল শর্তাবলি এবং নিয়মাবলি পরিবর্তনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে | প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর ছবি পরবর্তীতে প্রোমোশনাল কাজে ব্যবহার করা হতে পারে।
#mollasupersalt #আমার_স্বপ্ন_আমার_বাংলাদেশ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: