আমেরিকায় কী কারনে বাড়ছে মুসলিম, বাড়ছে মসজিদ?॥ Fall Festival at Mosque of USA
Автор: Md. Arifur Rahman, USA
Загружено: 2025-10-05
Просмотров: 2816
Описание:
আমেরিকায় কী কারনে বাড়ছে মুসলিম, বাড়ছে মসজিদ?॥ Fall Festival at Mosque of USA
🔹 কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা আমেরিকায়?
1. ইমিগ্রেশন (Immigration):
মুসলিম-প্রধান দেশ থেকে বহু মানুষ শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা বা রাজনৈতিক আশ্রয়ের কারণে আমেরিকায় আসছেন। এই ইমিগ্র্যান্টদের একটা বড় অংশ মুসলিম।
2. উচ্চ জন্মহার:
মুসলিম পরিবারগুলোতে তুলনামূলকভাবে জন্মহার কিছুটা বেশি, যা মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
3. ধর্মান্তর (Conversion):
আমেরিকায় প্রতি বছর অনেকেই ইসলাম গ্রহণ করছেন, বিশেষত আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের মানুষ। গবেষণা বলছে, প্রতি চারজন নতুন মুসলিমের একজন আমেরিকান কনভার্ট।
4. শিক্ষিত ও সংগঠিত সম্প্রদায়:
মুসলিমরা এখন বেশি শিক্ষিত, সংগঠিত এবং নাগরিক অধিকার বিষয়ে সচেতন। ফলে তারা সমাজে আরও দৃশ্যমান ও সক্রিয় হচ্ছেন।
⸻
🔹 কেন বাড়ছে মসজিদের সংখ্যা?
1. জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে:
মুসলিম জনসংখ্যা বাড়লে ধর্মীয় চাহিদা পূরণে নতুন মসজিদ প্রতিষ্ঠা করা স্বাভাবিক।
2. সম্প্রদায়ের সংগঠন ও অর্থনৈতিক সক্ষমতা:
মুসলিমরা এখন যুক্তরাষ্ট্রে অনেক বেশি সুসংগঠিত এবং আর্থিকভাবে সক্ষম। ফলে তারা নিজেরাই মসজিদ তৈরি ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসছেন।
3. ইসলামিক সেন্টার হিসেবে মসজিদ:
আমেরিকায় মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়—এগুলো স্কুল, কমিউনিটি সেন্টার, দানকার্য, উৎসব ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।
#IslamInAmerica
#GrowingMuslimPopulation
#MosquesInUSA
#AmericanMuslims
#IslamInTheWest
#arifurrahman_usa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: