পশ্চিম গালুয়া দূর্গাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর ২০২৫ বরিশাল।। দূর্গা সাগর ও গুটিয়া জামে মসজিদ
Автор: MahmudVLG
Загружено: 2025-03-09
Просмотров: 75
Описание:
পশ্চিম গালুয়া দুর্গাপুর স্কুল এন্ড কলেজ সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এবারের শিক্ষা সফর ২০২৫ বরিশাল।
কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত দেশের দক্ষিণ অঞ্চল বৃহত্তর বরিশাল শহর। নদী মাটি খাল এর নাম বরিশাল।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ রোজ সোমবার পশ্চিম গালুয়া দূর্গাপুর স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, ও কর্মচারীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের শিক্ষা সফর ২০২৫।
এবারের গন্তব্য ছিল গালুয়া দূর্গাপুর থেকে বরিশাল দূর্গা সাগর দীঘি, চাখার কলেজ, ও গুঠিয়া জামে মসজিদ। আনন্দঘন পরিবেশে উদ্দাপিত হয় এই দিনটি। উক্ত দিনটি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
👉 গুটিয়া মসজিদ
গুটিয়া মসজিদ (Guthia Mosque) এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে ১১ কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া জামে মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ। ২০০৩ সালের ১৬ ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ্ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। ২০০৬ সালে গুটিয়া জামে মসজিদ ও ঈদগাহ্ কমপ্লেক্সের নির্মাণ শেষ হয়।
গুটিয়া জামে মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, ২০ হাজার লোকের ধারণক্ষমতার ঈদগাহ্ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে এক সঙ্গে প্রায় ১৫০০ মুসল্লী নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় ১৯৩ ফুট। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা এবং মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্য প্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ করা যায়। মসজিদটিতে উন্নমানের কাঁচ, ফ্রেম, এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে ৩০ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সুবিশাল ও সুদৃশ্য গুটিয়া জামে মসজিদ দেখতে এবং নামায আদায় করতে প্রতিদিন হাজারো দর্শণার্থীর আগমন ঘটে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজম কূপের পানি, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নৃর, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবর স্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্ন বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষন করা আছে, যা দর্শনার্থীরা দেখতে পারেন।
স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষাবৃন্দ যে যেভাবে পরছে ইতিহাসের সেরা বরিশালের ঐতিহ্য গুটিয়া জামে মসজিদে সব কিছু তাদের মোবাইল ক্যামেরায় ধারণ করছে আবার কেউ ইতিহাস ও সংস্কৃতিকে স্বাক্ষী রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে আর ছবি তুলে রাখছে। এই ছবি একদিন ইতিহাসের সাথে মিল রেখে কথা বলবে নিজের অবস্থান বর্তমান,ভবিষ্যৎর।
গুটিয়া মসজিদের আশে পাশের রাস্তা গুলো খুবই সুন্দর। প্রতি রাস্তা পিচ ডালা আশেপাশের পরিবেশ প্রকৃতি খুবই বৈচিত্র্যময়। এটা হচ্ছে মসজিদে আরেকটি সাইড। মসজিদের মিনারটি সুবিশাল প্রায় ১৯৩ ফুট।
চলুন সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে পশ্চিম গালুয়া দূর্গাপুর মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শিরিন আক্তার। ম্যাডামের জন্য থাকবে একটা লাইক। আর ম্যাডামের শারীরিক সুস্থতা কামনা করে সবাই দোয়া করবেন। তিনি যেন এই ভাবে প্রতিটি অনুষ্ঠানে অংশ গ্রহনে করে দিনটিকে সুন্দর করে তুলেন। তার ইচ্ছা ও সবার একান্ত প্রচেষ্টা অংশ গ্রহনে শিক্ষা সফরটি প্রাণমন্ডিত হয়েছে।
শিক্ষার্থীরা তাদের নিজস্ব জ্ঞান অর্জন ও বিকশিত হচ্ছে। এতদিন তার সবাই একটি জায়গায় সীমাবদ্ধ ছিল। আজ তাদের মনের দুয়ার খুলে গেছে। কবি কাজী নজরুল ইসলামের কবিতা ভাষায় বলতে হয় থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে।
হ্যা এই জগৎটাকে দেখতেই তারা আজকে বের হয়েছে। এই জগৎ এর প্রকৃতির নিদের্শন ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সবই তারা জ্ঞান অর্জন করছে।
গাইস গুটিয়া জামে মসজিদটি আপনাদের কেমন লাগেছে। যদি ভালো লাগে তাহলে মসজিদের জন্য থাকবে একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভুতি। আর আজকের ভিডিও টি ও আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন এপিসোডে। Good by
#borishal #durgasagordigi #Gutiajamemosjid #viralvideo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: