৪৮ ঘন্টায় দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা Dhaka State |
Автор: Dhaka State
Загружено: 2022-07-24
Просмотров: 538
Описание:
আটচল্লিশ ঘন্টার মধ্যে ছয় দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার লংমার্চ কর্মসূচি শেষে রেল ভবনে মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদানে বাধা দিলে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘোষণাকালে আন্দোলনকারী মহিউদ্দিন রনি বলেন, আমরা এসেছিলাম মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করতে কিন্তু আমাদের ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচেছ।
তিনি আরও বলেন, আমার একার আন্দোলনে রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। বাংলাদেশের আঠারো কোটি মানুষ আন্দোলনে নামলে কী অবস্থা হয় সেটা দেখার জন্য আমি অবস্থান করবো।
রেলে কর্মরত আনসাররা কমলাপুর স্টেশনেও আন্দোলনকারীদের একইভাবে হেনস্তার করেছেন বলে অভিযোগ করেছেন তারা।
মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বাইরে প্রধান সড়ক থেকে বেলা ১২টা ২৮ মিনিটে তারা এ লংমার্চ শুরু করেন । লংমার্চটি প্রেসক্লাব হয়ে টিএসসি যায়। পরে তারা রেল ভবনে যান মহাপরিচালকের কাছে ছয় দফা দাবি জানাতে।
গত ১৩ জুন রাজশাহী ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢাকা-রাজশাহীর টিকিট কাটার চেষ্টা করেন তিনি। অনলাইন পেমেন্ট সিস্টেমে বিকাশ থেকে ভ্যারিফিকেশন কোড পাঠানো হয়। কিন্তু পিন নম্বর দিয়ে সেটি নিশ্চিত করার আগেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টিকিটের মূল্য কাটা হয়। ঘটনার পর রনি দ্রুত কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের সার্ভার রুমে অভিযোগ করেন। সেখান থেকে কারণ হিসেবে জানানো হয়, সিস্টেমের কারণে এমন হয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না পেলে অভিযোগ করতে বলা হয়।
রেলওয়ের এমন অব্যবস্থাপনা এবং ভোগান্তির প্রতিবাদে ছয় দফা দাবিসহ ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন মহিউদ্দিন রনি। তৃতীয় দিন ৯ জুলাই পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। ফলে গণস্বাক্ষর কর্মসূচি স্থগিত রেখে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান অব্যাহত রাখেন।
#dhakastate #dhaka #bdnews #news #politicalnews #politics #rail
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: