“জিডিএস জুলাই শহীদ স্মৃতি ১ম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব ২০২৫”||রুফফা নূর জারিয়াহ
Автор: Gen-Z Debating Society
Загружено: 2025-08-21
Просмотров: 9
Описание:
🔎 বিতর্কের ধরণ: বারোয়ারি বিতর্ক
নামঃ রুফফা নূর জারিয়াহ।
প্রতিষ্ঠানঃ পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর।
শ্রেণীঃ ১১
ক্যাটাগরি : ২(কলেজ ও বিশ্ববিদ্যালয়)
বিষয়ঃ মুক্তির মন্দির সোপান তলে…
২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণতন্ত্র পরিপন্থী যে বিপ্লবে ছাত্রজনতা নির্দ্বিধায় দাঁড়িয়েছে বন্দুকের সামনে,নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে তার উদ্দেশ্য ছিল অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা । গণতন্ত্রের মূলমন্ত্র যখন জনসেবা তখন সেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র ও আমজনতা কে। তবুও চলেছে লড়াই, হয়েছে শহীদ, পিছপা হয়নি একজনও। এসকল বীর শহীদদের আমরা স্মরণ করি বিনম্র শ্রদ্ধার সাথে🙏
এই বিপ্লব আমাদের করেছে একত্রিত, দিয়েছে জাতিগত চেতনার নবজাগরণ ও অধিকার প্রতিষ্ঠার সৎসাহস। সেই মর্মবাণীকে ধারণ করে “জুলাইয়ের প্রেরণায় যুক্তির আলোড়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা নিয়ে এসেছি —
✨ “জিডিএস জুলাই শহীদ স্মৃতি ১ম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব ২০২৫”✨
এই আয়োজন জুলাইয়ের রেখে যাওয়া ঐক্যকে সমুন্নত করবে, যুক্তিবাদী চেতনাকে সুদূরপ্রসারী করবে, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তুলতে অনুপ্রাণিত করবে, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তুলতে জেন-জি-এর দের সাহস জোগাবে, আর ফিরিয়ে আনবে আমাদের চব্বিশের আমেজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: