TUI AMI HOBO MANIK JURI | তুই আমি হবো মানিক জুড়ি | NEW PURULIA SONG | KUNDAN KUMAR | KANIKAKARMAKAR
Автор: FOLK REGION...
Загружено: 2025-03-15
Просмотров: 8952
Описание:
TUI AMI HOBO MANIK JURI | তুই আমি হবো মানিক জুড়ি | NEW PURULIA SONG | KUNDAN KUMAR | KANIKAKARMAKAR
Singer :- Kundan Kumar & Kanika Karmakar
Lyricist :- Rakhahari Mahato
Music :- GS Music(Manoj Das)
Cast :- Akshay & Sanjana and "ARD Dance Group"
Camera & Edit:-Dev Studio(Kuldev Karmakar)
Director :- Rakhahari Mahato
Producer :-Jonaki Mahato
SPL Thanks :-Rajesh Mahato,Chitta Mahato,Ashis Kr. Mahato,Krittibas Mahato & Villagers of Hatimara Village.
#kanikakarmakarpuruliasong
#kundankumar
#newpurulisong
★গানের কথা★
(LYRICS)
ছেলে-গাঁয়েরি গোরি রে,গোরি রে
গোরি রে- তোর কি রূপ মাধুরি!
দু'হাতে চুড়ি রে,চুড়ি রে,
গোরি রে-তোর কানেতে মাকুড়ি।
এ গোরি,এ গোরি,এ গোরি,
এ গোরি তোর রূপে মরি রে,
মন হামার করে লিলি চুরি।
মেয়ে-এ ছঁড়া তর মুহে পড়াই রে,
ধরিস না দেখ মা'র খাবার অড়ি।
ছেলে-বেনারসি পরায় তকে সাজাব।
দামি দামি গহনা আরও পরাব।
মেয়ে-ধুঁধুঁলুচু মাথায় গুঁজি বন ফুল।
গোলাপ দিঁয়ে লিস না রে জা'তকুল।।
ছেলে-এ গোরি,এ গোরি,এ গোরি-
এ গোরি তর প্রেমে পড়ি রে,
মন তোকে করতে চায় জড়ি।
মেয়ে-এ ছঁড়া তর মুহে পড়াই রে,
হামি কি আর হব রে তর জড়ি!
মেয়ে-তর বাপ নকি বঠে দমে বড় লক।
বাজারে দলানবাড়ি আছে নকি চকাচক।
ছেলে-ভালোবাসায় গরীব বড় বাছে নাই।
ভালোবাসেই রাখহরি বলে তাই।।
এ গোরি,এ গোরি,এ গোরি,
এ গোরি তর রূপে মরি রে,
মন হামার করে লিলি চুরি।
মেয়ে-এ ছঁড়া তর বুকে জড়াই রে,
কথা দিঁয়ে হইস না লড়ালড়ি।
ছেলে-এ গোরি তর প্রেমে পড়ি রে,
মন তোকে করতে চায় জুড়ি।।
মেয়ে-এ ছঁড়া তর বুকে জড়াই রে,
তুঁই হামি হব মানিক জুড়ি।।
★★★★★
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: