সাহাবারাও কি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন
Автор: ISLAM IS BETTER LIFE
Загружено: 2025-09-03
Просмотров: 14781
Описание:
সাহাবারাও কি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন? ✨
অনেকেই মনে করেন, সাহাবায়ে কেরামরা (রাযি.) ছিলেন শুধু ইবাদতে, যুদ্ধে, আল্লাহর রাস্তায় ব্যস্ত; তাই তাঁদের ঘরে কোনো ঝগড়া-বিবাদ হতো না। কিন্তু বাস্তবতা হলো, সাহাবারাও মানুষ ছিলেন—তাঁদেরও ছিলো পরিবার, স্ত্রী-সন্তান। তাই স্বাভাবিকভাবেই সংসারে মতবিরোধ বা ক্ষণিকের মনোমালিন্য হতো। তবে পার্থক্য ছিলো তাঁদের ধৈর্য, ক্ষমা, সহনশীলতা আর ইসলামী আদর্শে সমস্যা সমাধানের অনন্য দৃষ্টান্ত।
🔹 কুরআন ও হাদিসে দিকনির্দেশনা:
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন—
“তোমরা তাদের (স্ত্রীদের) সাথে সুন্দরভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তবে হতে পারে যে, তোমরা যেটা অপছন্দ করছো, আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন।” (সূরা আন-নিসা: ১৯)
অর্থাৎ স্বামী-স্ত্রীর মাঝে মতবিরোধ হতেই পারে। কিন্তু এর সমাধান হলো সহনশীলতা ও সুন্দর ব্যবহার।
🔹 রাসূল ﷺ এর শিক্ষা:
রাসূলুল্লাহ ﷺ নিজেও কখনো কখনো স্ত্রীদের সঙ্গে মতবিরোধে পড়েছেন। হাদিসে এসেছে, একবার কিছুদিন তিনি স্ত্রীর ঘর থেকে দূরে থাকলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্ষমা, ভালোবাসা আর করুণার মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করলেন। এ থেকে শিক্ষা পাই—সংসারে ঝগড়া হলেও সেটাকে বড় করে না দেখা, বরং ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলা।
🔹 সাহাবাদের বাস্তব জীবন:
ইতিহাসে উল্লেখ আছে, সাহাবাদের ঘরেও ঝগড়া হতো। তবে তাঁরা কখনো অন্যায়ভাবে স্ত্রীর ওপর নির্যাতন করতেন না। বরং ধৈর্য ধরতেন, রাগ সংবরণ করতেন, এবং সমস্যার সমাধান করতেন ইসলামী নিয়মে।
উদাহরণস্বরূপ—
উমর (রাযি.) একবার স্ত্রীর কথায় বিরক্ত হয়েছিলেন। পরে বুঝলেন, তিনিও তো মানুষের মতোই ভুল করতে পারেন। তাই তিনি রাগ সংবরণ করে মধুরভাবে বিষয়টি সামাল দিলেন।
আবু দারদা (রাযি.) তাঁর স্ত্রীর সঙ্গে মতের অমিল হলে বলতেন, “তুমি আমাকে ঠিক করো, আমি তোমাকে ঠিক করবো।”
🔹 আমাদের জন্য শিক্ষা:
👉 সংসারে ঝগড়া হলে সেটা স্বাভাবিক মনে করতে হবে।
👉 অপমানজনক ব্যবহার বা মারধর নয়, বরং সহনশীলতা অবলম্বন করতে হবে।
👉 ক্ষমা ও সুন্দর আচরণ দিয়ে সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে।
👉 মনে রাখতে হবে, দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্কের একটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। তাই একে নষ্ট না করে বরং রক্ষা করতে হবে।
📌 সাহাবারা আমাদের জন্য আদর্শ। তাঁদের ঘরেও মতবিরোধ হতো, কিন্তু তাঁরা দয়া, ভালোবাসা আর ইসলামী নীতিতে সমাধান করতেন। আজ আমাদেরও সেই শিক্ষা গ্রহণ করতে হবে।
❤️ সংসারে ঝগড়া হওয়া দোষ নয়, দোষ হলো ঝগড়াকে বড় করে দেখা আর সম্পর্ক নষ্ট করে ফেলা।
#️⃣হ্যাশট্যাগ
#ইসলাম #সাহাবা #স্বামীস্ত্রীরসম্পর্ক #সংসারেরশান্তি #মুসলিম #হাদিস #কুরআন #ধৈর্য #ভালোবাসা #জীবনশিক্ষা #ইসলামিকভিডিও #ভাইরালভিডিও #IslamicReminder #Peace #Love #Family #MarriageInIslam #MuslimCouple #QuranAndHadithv
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: