আল-আকসার নিয়ন্ত্রণ কার হাতে? হা*মা*স নাকি ই*স*রা*য়ে*ল
Автор: Garibullha UAE
Загружено: 2024-02-06
Просмотров: 29
Описание:
বর্তমানে আল আকসা কে পরিচালনা করে?
ইসরা*য়েলের সঙ্গে ১৯৬৭ সালে তাদের আরব প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আল আকসা মসজিদ প্রাঙ্গণটি দখল করে নেয়।
সেই সাথে পূর্ব জেরু*জালে*মের বাকি অংশ এবং পশ্চিম তীরের নিকটবর্তী অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এসব এলাকা তখন মিশর এবং জর্ডানের নিয়ন্ত্রণে ছিল এবং ইসরা*য়েলের এই পদক্ষেপ কখনোই আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায়নি।
অমুসলিমরাও আল আকসা পরিদর্শন করতে পারে, তবে শুধুমাত্র মুসুল্লিদেরই মসজিদ প্রাঙ্গণের ভিতরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়।
ইসরা য়েলের প্রধান বা ইহুদিদের প্রধান ধর্মগুরু ইহুদিদের টেম্পল মাউন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে নিষেধ করেছেন।
কারণ তারা মনে করেন এই স্থানটি এতোটাই পবিত্র যে এখানে পা ফেলা যায় না।
ইসরা. য়েলের সরকার খ্রিস্টান এবং ইহুদিদের শুধুমাত্র পর্যটক হিসাবে ওই পবিত্র স্থানটি দেখার অনুমতি দেয়। দিনে চার ঘণ্টা করে সপ্তাহে পাঁচ দিন এই উপাসনালয় পরিদর্শনের সুযোগ দেয়া হয়।
বর্তমানে পূর্ব জেরুজালেম ইসরা য়েলের দখলে থাকলেও আল-আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ করে জর্ডান।
আল আকসার দুটি মুসলিম উপাসনালয়ের আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক হলেন জর্ডানের বাদশাহ। স্থানটি তদারকি করছে জর্ডানের একটি ওয়াকফ প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি স্বাধীন সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে, যেখানে ইসরা য়েলি সরকারের কেউ নেই।
ইহু দিরা টেম্পল মাউন্টের নীচে ওয়েস্টার্ন ওয়ালে বা পশ্চিম দেয়ালে প্রার্থনা করে, যাকে তারা তাদের ধর্ম অনুযায়ী সলোমনের নির্মিত উপাসনালয়ের শেষ অংশ বলে মনে করে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: