এবার ধানের মাজরা দমন করবো ভিরতাকো দিয়ে। সিনজেন্টা - ভিরতাকো | Syngenta - Virtako 40 wg
Автор: Agro Traveller
Загружено: 2024-03-14
Просмотров: 345
Описание:
মাজরা পোকা ৩ ধরনের
হলুদ মাজরা (Scripophaga incertulus)
কাল মাথা মাজরা (Sesamia inferens)
গোলাপী মাজরা(Chilo polychrysus)
হলুদ মাজরা পোকার লক্ষন সমূহ :
হলুদ মাজরা পাতার উপরে ও নীচে ডিম পারে ও ডিমের গাদার উপর হালকা ধূসর রংয়ের আবরন পড়ে।
ডিম ফুটে কীড়া বের হয়ে আস্তে আস্তে কান্ডের ভিতর প্রবেশ করে ভিতরের নরম অংশ কুড়ে কুড়ে খায়। ক্রমে গাছের ডিগ ও পাতার গোড়া খেয়ে ফেলে ফলে ডিগ মারা যায়।
শীষ আসার আগ পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরাডিগ দেখা যায় এবং ডিগ টান দিলে সহজেই উঠে আসে।
শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ন শীষ শুকিয়ে যায়। একে সাদাশীষ বা মরাশীষ বলে।
সমাধান :
ভিরতাকো ৪০ ডব্লিউজি -
মাত্রা : ৩০ গ্রাম/একর
ব্যবহার বিধি:
ধানের চারা লাগানোর ১৫ দিন পর ৩০ গ্রাম ভিরতাকো সামান্য পানিতে গুলিয়ে নিয়ে পরিমানমত ইউরিয়া সারের সাথে মিশিয়ে সমস্ত জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে।
ভিরতাকোর কার্যকারীতা ৩-৪ সপ্তাহ স্থায়ী হয় তাই শীষ আসার পর মাজরা পোকা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য চারা লাগানোর ৪০ দিন পর ভিরতাকো একই নিয়মে ২য় বার প্রয়োগ করতে হবে।
ভিরতাকো শেষ প্রয়োগ ও ফসল তোলার মাঝে ২১ দিন ব্যবধান রাখা উচিত।
#syngenta
#virtako
#agrotraveller
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: