Adu aja sara baro mas😀|| New Year Edition2026 || Romantic Chakma Song 21/12/2025. Green Heart Studio
Автор: Green Heart Studio
Загружено: 2025-12-21
Просмотров: 227
Описание:
Lyric:-Anomadarsee Chakma
Created:- by Hreen Heart Studio.
---------- ------ --------
🙏এই সমাজে মানুষকে আর মানুষ দিয়ে মাপা হয় না, এখানে মানুষ মাপা হয় পরিচয়ের দামে।
সে সরকারি চাকরি করে কিনা—
এই এক প্রশ্নেই
মান সম্মান, প্রেম, ভালোবাসা ভবিষ্যৎ নির্ধারিত হয় সরকারী চাকরি দিয়েই!
ভালোবাসাও জিজ্ঞেস করে
“তোমার নিশ্চয়তা কোথায়?”
মাসের শেষে সরকারীর বেতনপত্র না থাকলে অনুভূতিগুলোও মাটি হয়ে যায়!
ব্যবসায়ী হলে তুমি অনিশ্চিত,
আজ আছো—কাল নাকি হারিয়ে যাবে!
🙏নিজের স্বপ্নে নিজে বিনিয়োগ করলে
সমাজ সেটাকে সাহস বলে না!
নিজের ইচ্ছেগুলোকে কবর দিয়ে
অন্যের নিয়মে বেঁচে থাকা।
কিন্তু যে সরকারি চাকরি করে
সে রাতের ঘুমে নিশ্চিন্ত,
তার সিদ্ধান্তে সমাজের সিল,
তার কথায় গুরুত্ব,
তার ভবিষ্যৎ নাকি আগে থেকেই লেখা।
ভালোবাসাও তার পাশে দাঁড়িয়ে সাহস পায়,
কারণ সমাজ তাকে গ্রহণ করেছে।
অথচ কেউ প্রশ্ন করে না—
এই চাকরিগুলো কে বানায়?
কে ঝুঁকি নেয়, কে ঋণের বোঝা বয়ে বেড়ায়?
ব্যবসায়ীটা তো শুধু টাকা নয়,
সে অন্যের সংসারে ভাত জোগায়,
অন্যের স্বপ্নে ছাদ তুলে দেয়।
তবু সমাজ তাকে বিশ্বাস করতে ভয় পায়,
কারণ তার পকেটে
সরকারি নিশ্চয়তার কাগজ নেই।
এই জায়গাতেই ভালোবাসা সবচেয়ে বেশি অপমানিত হয়।
কারণ ভালোবাসা সাহসী মানুষকে ভালোবাসে,
আর সমাজ ভালোবাসে নিরাপদ সরকারী পরিচয়ে।
তাই প্রেম ভালোবাসা প্রশ্নবিদ্ধ হয়,
স্বপ্নকে বলা হয় অবাস্তব,
আর মানুষটাকে বলা হয়—
“আগে কিছু হও, তারপর ভালোবাসা।”
কিন্তু কেউ বলে না—
সব বড় মানুষ একদিন অনিশ্চিত ছিল,
সব স্থায়ী ভবিষ্যৎই
কোনো এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে জন্ম নেয়।
আজ যাদের নাম ইতিহাস,
তাদেরও একসময় সমাজ বলেছিল—
“এই পথে ভবিষ্যৎ নেই।”
তবু সে মানুষটা থামে না।
কারণ সে জানে,
আজ যে সমাজ তাকে গুরুত্ব দিচ্ছে না,
একদিন সেই সমাজই
তার দরজায় এসে দাঁড়াবে প্রয়োজন নিয়ে।
আর সেদিন ভালোবাসা আর লুকাবে না—
সে তখন সাফল্যের আলোয় দাঁড়িয়ে
নিজের পরিচয় নিজেই লিখবে।
-----------
#chakma_hit_song
#chakmaculture
#chakmamusic
#chakma_new_song
#chakmafunnyvideo
#chakma_status_video
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: