কি অপরাধ ছিল নিউজিল্যান্ড মুসলমানদের দেখুন মাহফিলে কান্নার ঢল।Mizanur rahman azhari 15/3/2019
Автор: Islam Posar
Загружено: 2019-03-17
Просмотров: 33
Описание: ফায়ার করার সময় সে কিন্তু কে সালাফি কে সুন্নী, কে মাজহাবী আর কে লা মাজহাবী, কে বুকের উপর হাত বাঁধে আর কে নাভির নিচে বাঁধে এটা খোঁজেনি। সে খুজেছিল যে মুসলমানরা কোথায়? তার মিশন ছিল মুসলিম কিলিং। ওদের সবার টার্গেটই এক। আর সেটা হল মুসলিম নিধন, মুসলিম হটাও, ইসলামকে ধংস করা। কিন্তু দু:খের বিষয় হলো ওরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে এক হলেও আমরা নিজেরা নিজেরাই এক থাকতে পরিনা।পারিনা ঐক্যবদ্ধ হতে। আসুন অমিলের ব্যপারগুলো এড়িয়ে পারস্পরিক মিলের জায়গাগুলো খুঁজে এক টেবিলে বসি, আন্তরিকতা ও হৃদ্যতার সাথে আলাপ করি আর পারস্পরিক শ্রদ্বাবোধের চর্চা করি। মনে রাখতে হবে যে, ঐক্য মানে সবাইকে সব বিষয়ের উপর একমত হতে হবে এমনটা নয়। ঐক্য মানে যে কয়েকটি মৌলিক বিষয়ে আমাদের চিন্তা অভিন্ন সে কয়েকটি বিষয়কে ঘিরে পারস্পরিক সম্পর্ককে মজবুত রাখা ও ভ্রাত্বিত্বের বন্ধন কে অটুট রাখা। বৈচিত্রের মাঝেই আমাদেরকে ঐক্য প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: