আপনার সন্তান এর উপর অতিরিক্ত মানসিক চাপ ফেলা থেকে বিরত থাকুন |
Автор: KM Rokan Uddin Official
Загружено: 2022-02-25
Просмотров: 834
Описание:
আপনার সন্তান এর উপর অতিরিক্ত মানসিক চাপ ফেলা থেকে বিরত থাকুন |
Background Music credit: audio library
(আপনার সন্তান এর উপর অতিরিক্ত মানসিক চাপ ফেলা থেকে বিরত থাকুন)
ছেলেমেয়েকে খারাপ রাস্তা থেকে দূরে রাখতে কিংবা একটি উন্নত ক্যারিয়ার গড়ে দিতে প্রায় সব পিতামাতাই একটু অতিরিক্ত শাসন করে থাকেন।কিন্ত অধিকাংশ পিতা মাতাই জানেন না তাদের এই অতিরিক্ত শাসন একটা সময় যেয়ে তাঁদের সন্তানের কাছে বিষাক্ত মনে হয়।
শাসন এর পরিমান যখন অনেক বেশি এবং কষ্টদায়ক হয়ে পড়ে, তখন সন্তান তার বাবা-মার দেয়া অতিরিক্ত নিয়ম-কানুন এর প্রতিবাদ করতে চায়। এরপর, তার বাবা-মা যখন দেখবে তাঁদের সন্তান তাদের বিরুদ্ধে যেতে শুরু করেছে, তখন খুব সহজেই তারা ধারনা করে নেন যে তাদের ছেলেমেয়ে খারাপ রাস্তায় চলতে শুরু করেছে বা খারাপ কারো সঙ্গ পেয়েছে। এর কারন হিসেবে, তাঁরা ধারনা করে নেন, তাদের শাসন পদ্ধতিতে বেশ কমতি আছে। তখনই তারা তাদের সন্তানদের উপর আরো কিছু বাড়তি পরিমান নিয়ম ঢেলে দেন, সাথে তাদের কিছু শখ, ভালো লাগার কিছু জিনিস- যা সন্তানরা পছন্দ করেন, তা কেড়ে নেন।অথবা সন্তানদের কোনো স্বপ্ন বা আকাঙ্খা বা ইচ্ছা নিঃশেষ করে দেন।আর একটি মানুষের মস্তিষ্কে বেশ বড় রকম ক্ষতিসাধন ঘটে তখনই, যখন তার স্বপ্নকে চোখের সামনে মরতে দেখা হয়।এই পর্যায়ে এসে, সে সন্তানদেরও বিদ্রোহী মনোভাব আরও ক্ষুব্ধ হয়ে পড়ে।এসময় তারা তাদের প্রতিবাদের চরম মাত্রায় চলে যায়। হয়ত কিছু সন্তান এসব মেনেও নেয়।কেউ বিষন্নতায় ভূগে,আবার কেউ মনের মধ্যে পোষে রাখতে রাখতে একটা সময় মানসিক রোগে আক্রান্ত হয়।কেউ হয়ত বাড়ি ছেড়ে চলে যায়।কেউ আবার মা-বাবার গায়ে হাত তোলে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানদের উপর অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ না করে বন্ধুসূলভ আচরণ করা। আর সন্তান কি চায়? কি করতে চায়? তার চিন্তাভাবনা কি ? তার ভালো লাগা কিসে? সেসব জেনে আলোচনার মাধ্যমে একটি সঠিক সমাধানের পথ খুঁজে বের করা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: