A Trip to DebotaKhum/Debotakhum-Bandorban/Bangladesh
Автор: Card&CraftTricks
Загружено: 2021-05-10
Просмотров: 461
Описание:
#debotakhum #debotakhum_bandorban #bandladesh
A Trip to DebotaKhum/
Debotakhum-Bandorban/
Bangladesh/
Devices:
Zhiyun smooth 4 ( https://amzn.to/3pfEMQ5 )
iPhone XS ( https://amzn.to/34Hflxp )
বান্দরবান-রোয়াংছড়ি-দেবতাখুম
-দেবতাখুম
রুটঃ
ঢাকা- বান্দরবান-সি এন জি স্ট্যান্ড/রোয়াংছড়ি বাস স্ট্যান্ড-রোয়াংছড়ি-কচ্ছপতলী বাজার-শীলবান্ধা পাড়া- দেবতাখুম।
বিবরনঃ
*ঢাকা থেকে যে কোনো বাসে (ইউনিক/সেন্টমার্টিন পরিবহন/হানিফ) করে বান্দরবান যাওয়া যায়। কল্যানপুর/আসাদগেট/কলাবাগান/টিটি পাড়া/সায়দাবাদ থেকে বাসে উঠা যাবে। নন এসি বাসের ভাড়া ৬২০-৭০০৳ এবং এসি ভাড়া ১৪০০৳। রাত ১১ঃ৩০ এ বাসে উঠলে ভোর ৬ঃ০০ টার দিকে বান্দরবান শহরে নামিয়ে দেবে।
*দেবতাখুমে যেতে হলে প্রথমে যেতে হবে রোয়াংছড়ি। রোয়াংছড়ি যাওয়ার ৩ টি উপায় আছে।
১. বান্দরবান শহর থেকে অটো নিয়ে চলে যেতে হবে রোয়াংছড়ি বাসস্ট্যান্ডে। অটো ভাড়া জনপ্রতি ২০-২৫৳।বাসস্ট্যান্ড থেকে দিনের প্রথম বাস ছাড়ে সকাল ৮ঃ০০ টায়। ভাড়া জনপ্রিয় ৫৫৳। বাজেট ট্যুরপ্লান/২-৩ জনের গ্রুপ হলে এই উপায় অবলম্বন করা যেতে পারে। বাসে করে রোয়াংছড়ি যেতে সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট(প্রায়)।
২. বান্দরবান শহর থেকে অটো নিয়ে চলে আসতে হবে সি এন জি স্ট্যান্ডে।ভাড়া পড়বে জনপ্রতি ১০৳। শহরেও কিছু সি এন জি চোখে পড়বে। বান্দরবান থেকে রোয়াংছড়ি পর্যন্ত সি এন জি ভাড়া পড়বে ৫০০৳। ৪-৫ জনের ট্যুরের জন্য এই উপায় অবলম্বন করা যেতে পারে। সি এন জি করে রোয়াংছড়ি পৌছতে সময় লাগবে ৩৫-৪০ মিনিট (প্রায়)।
৩. ৫/৬/৭/৮ জনের গ্রুপ হলে শহর থেকে মাহিন্দ্রা/চান্দের গাড়ী রিজার্ভ করে একবারে কচ্ছপতলী বাজার পর্যন্ত যাওয়া যাবে। ভাড়া পড়বে ১০০০-১২০০৳। চান্দের গাড়িতে করে রোয়াংছড়ি পৌছতে সময় লাগবে ৩৫ মিনিট(প্রায়)।
*উপরের যে কোনো উপায়ে রোয়াংছড়ি বাজারে পৌছে গাইড ঠিক করে নিতে হবে অথবা আগে থেকেই গাইড ভাড়া করে রাখতে পারেন। গাইড ভাড়া ১০০০৳। ভাড়া হয়ে গেলে গাইড দেবতাখুম যাওয়ার সকল ফর্মালিটি বলে দিবেন। রোয়াংছড়ি পুলিশ থেকে অনুমতি নিয়ে চলে যেতে হবে কচ্ছপতলী।
*অটো রিজার্ভ করে অথবা বাসে করে রোয়াংছড়ি আসলে পূনরায় অটো ভাড়া করে কচ্ছপতলী যেতে হবে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী পর্যন্ত অটো ভাড়া পড়বে ৩০০৳। কচ্ছপতলী যেতে সময় লাগবে ২০ মিনিট (প্রায়)। কচ্ছপতলীতে যেয়ে আর্মিক্যাম্প থেকে অনুমতি নিয়ে শুরু করতে হবে মূল ট্র্যাকিং। সর্বোচ্চ ১ঘন্টা ১০মিনিট ট্র্যাকিং করে পৌছে যাবেন শীলবান্ধা পাড়ায়। শীলবান্ধা পাড়া থেকে লাইফ জ্যাকেট ও ভেলার ফি জমা দিয়ে চলে যেতে হবে দেবতাখুমের দারপ্রান্তে। লাইফ জ্যাকেট ও ভেলা ভাড়া মোট ৩০০৳।
নোটঃ
রাত ১০ঃ৩০ এর আগে ঢাকা থেকে রওয়ানা দিলে আলো ফুটার আগেই
বাস বান্দরবান শহরে নামিয়ে দিবে (শীতকালে)।
দিনে গিয়ে দিনে ফিরে আসতে চাইলে, বান্দরবান-রোয়াংছড়ি লোকাল বাসের জন্য অপেক্ষা না করে অটো/মাহিন্দ্রা/চান্দের গাড়িতে করে কচ্ছপতলী পর্যন্ত যেতে পারেন।
বেলা বাড়ার সাথে সাথে রোয়াংছড়ি যাওয়ার অটোভাড়াও বাড়তে থাকে।
-রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী পর্যন্ত লোকাল সি এন জি ভাড়া জনপ্রতি ৬০৳। ২/৩ জনের গ্রুপ হলে লোকাল সি এন জির জন্য অপেক্ষা না করে রিজার্ভ করে যাওয়াটাই ভালো।
-দেবতাখুম যাওয়ার অনুমতিপত্রের মূল্য ৫০৳। কচ্ছপতলীতে টয়লেট বাবদ ১০৳, কাপড় চেঞ্জ বাবদ ২০৳ দিতে হয়।
-বেলা বাড়ার সাথে সাথে দেবতাখুমেও মানুষ বাড়তে থাকে। সকাল সকাল ঘুরে আসার চেস্টা করুন। লোক সমাগম বেশি হলে ভেলার সিরিয়াল পেতে দেরি হয়। শুক্রবার ও অন্যান্য বন্ধের দিন উপচে পড়া ভিড় থাকে।
খরচাপাতিঃ
*২ জনের গ্রুপঃ
ঢাকা-বান্দরবান-ঢাকাঃ ১২৭০৳(বাস)
বান্দরবান-সি এন জি স্ট্যান্ডঃ ১০৳(অটো)
সি এন জি স্ট্যান্ড-রোয়াংছড়িঃ ৫০০/২= ২৫০৳(সি এন জি)
দেবতাখুম যাওয়ার অনুমতিপত্রঃ ৫০/২= ২৫৳
রোয়াংছড়ি-কচ্ছপতলী-রোয়াংছড়ি ৬০০/২ =৩০০৳(সি এন জি)
দুপুরের খাবারঃ ১৬০৳
লাইফ জ্যাকেট+ভেলাঃ ৩০০৳
গাইডঃ ১০০০/২= ৫০০৳
টয়লেট+কাপড় চেঞ্জঃ ৩০৳
রোয়াংছড়ি-বান্দরবানঃ ৫০০/২= ২৫০৳(সি এন জি)
*বান্দরবান-রোয়াংছড়ি লোকাল বাসে গেলে খরচ কিছু কমবে। এছাড়া কোনো গ্রুপের সাথে এড হয়ে যেতে পারলেও খরচ কমে যাবে।
৩০৯৫৳ জনপ্রতি।*
*৪ জনের গ্রুপঃ
ঢাকা-বান্দরবান-ঢাকাঃ ১২৭০৳(বাস)
বান্দরবান-রোয়াংছড়ি-বান্দরবানঃ ১০০০/৪= ২৫০৳(সি এন জি)
দেবতাখুম যাওয়ার অনুমতিপত্রঃ ৫০/৪= ১৩৳
রোয়াংছড়ি-কচ্ছপতলী-রোয়াংছড়ি ৬০০/৪ =১৫০৳(সি এন জি)
দুপুরের খাবারঃ ১৬০৳
লাইফ জ্যাকেট+ভেলাঃ ৩০০৳
গাইডঃ ১০০০/৪= ২৫০৳
টয়লেট+কাপড় চেঞ্জঃ ৩০৳
*বান্দরবান-রোয়াংছড়ি লোকাল বাসে গেলে খরচ কিছু কমবে।
২৪২৩৳ জনপ্রতি।*
*জানুয়ারী ২০২১ এর ট্যুর অনুযায়ী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: