মজার টাকার খেলা, নোট ধরতে পারলেই তার। কিন্তু কেউই পারলো না!
Автор: Science Bee
Загружено: 2023-08-14
Просмотров: 937
Описание:
কোনোভাবেই টাকার নোট ধরতে পারছে না শিক্ষার্থীরা! কিন্তু কেন?
ভিডিওতে দেখা যাচ্ছে কোনোভাবেই স্কুলের শিক্ষার্থীরা টাকার নোটটি ধরতে পারছে না! তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কেন এমনটি হচ্ছে? তাদের জবাব ছিল মনোযোগের অভাব। শুনতে বাস্তবধর্মী মনে হলেও মোটেও টাকা ধরতে না পারার পিছনের কাহিনি এটি নয়৷ তার বদলে মূলত এখানে দায়ী আমাদের রিফ্লেক্স টাইম এবং গণিতের খেলা!
মজার বিষয় হচ্ছে বেশির ভাগ মানুষের রিয়াকশন টাইম হচ্ছে ০.২ সেকেন্ড৷ অর্থাৎ কোনো কিছু দেখা, সেটি প্রসেস করা এবং সেই অনুযায়ী রিয়াক্ট করার জন্য আমাদের দরকার ০.২ সেকেন্ড৷ ০.২ সেকেন্ড খুব কম সময় মনে হলেও টাকার একটি নোট কিংবা এই ধরণের চিকন জিনিস ধরার জন্য সেটি যথেষ্ট নয়৷ অর্থাৎ পড়ন্ত টাকার নোটটি দেখা, সেটি মস্তিষ্কে প্রসেস করা এবং সেই অনুযায়ী আঙ্গুলকে টাকার নোটটি ধরার জন্য নির্দেশ দিতে বলার জন্য ০.২ সেকেন্ডের কম সময় প্রয়োজন হবে।
মজার বিষয় হচ্ছে এই সময়ের ব্যাপরটি খুব সহজে আমরা পদার্থবিজ্ঞানের অতি পরিচিত H=1/2gt^2 সূত্র দিয়ে নির্ণয় করতে পারি৷ এখানে H হচ্ছে উচ্চতা, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর t হচ্ছে সময়৷ আমরা জানি পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের গড় মান ৯.৮ মি/সে এর কাছাকাছি। এই পরীক্ষার জন্য ধরেনি সেটি ১০ মি/সে। এখন যদি আমরা মানুষের রিয়াকশন টাইম ০.২ সেকেন্ড এবং অভিকর্ষজ ত্বরণ ১০ ধরি তাহলে H এর মান পাই ০.২ মিটার বা ২০ সে.মি৷ যদি আমরা বাংলাদেশি ২০ টাকার নোট মেপে দেখি তাহলে দেখতে পাব এর উচ্চতা পায় ১৩ সেন্টিমিটার৷ মানে কারো হাতের আঙ্গুলের থেকে ৭ সে.মি এর সমান ওপরে বা এর নিচ থেকে যদি কোনো নোট ছেড়ে দেওয়া হয় তাহলে তার পক্ষে টাকার নোটটি ধরার জন্য যথেষ্ট সময় থাকবে না৷ যার কারণ আমাদের ধীর গতির রিয়াকশন টাইম!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: