নামাজে কাপড় সহ কবজি ধরবে?না কাপড়ের নিচে? mufti masud obidi আলোর ভিশন
Автор: Alor Vision
Загружено: 2021-10-08
Просмотров: 39
Описание:
কোন মহিলার বিয়ে হয়ে গেলে অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে শরিয়তে তিনটি অপশন রয়েছে৷
প্রথমত, স্বামী মারা যেতে হবে৷ স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্দত শেষ হওয়ার পর মহিলা চাইলে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে৷
দ্বিতীয়ত, স্বামী স্ত্রীকে তালাক প্রদান করলে৷ তালাকের ইদ্দত হলো তিনটি মাসিক ঋতুস্রাব৷ তালাকের পর তিনটি ঋতুস্রাব পার হওয়ার পর মহিলা চাইলে অন্যত্র বিবাহ বসতে পারবে৷
উভয় ক্ষেত্রে মহিলা গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হবে৷
তৃতীয়ত, স্বামী যদি বিয়ের সময় স্ত্রীকে তাফওয়িযে তালাক তথা তালাক প্রদানের অধিকার প্রদান করে, তাহলে যে সমস্ত শর্তের আলোকে অধিকার দেয়, তাহলে সে শর্ত লঙ্ঘন হলে মহিলা চাইলে নিজের উপর তালাক দিতে পারে৷ এ ক্ষেত্রেও ইদ্দত পালনের পর চাইলে অন্যত্র বিবাহ বসতে পারে৷
প্রযুক্তির কল্যাণে আমাদের সমাজে পরকীয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। পরকীয়ার গোলকধাধায় হারিয়ে অনেক মহিলা শরিয়তের বিধানাবলির তোয়াক্কা না করে নিজের মন মতো স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে! অথচ শরিয়তের আলোকে তার উপর তালাক পতিত হয়েছে কিনা? বিবাহ বিশুদ্ধ হচ্ছে কিনা? এ ব্যাপারটি নিয়ে একটুও চিন্তা করছে না!
দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার কারণে স্ত্রী যখন তখন তালাক দিয়ে চলে যাচ্ছে! অথচ যে শর্তসাপেক্ষে তালাকের অধিকার দেওয়া হয়েছে, সে শর্ত ভঙ্গ হয়েছে কিনা? ভঙ্গ হলে যে মজলিসে ভঙ্গ হয়েছে, সে মজলিসে স্ত্রী নিজের উপর তালাকের অধিকার প্রয়োগ করছে কিনা? এ সকল আবশ্যকীয় বিষয়ের দিকে মোটেও খেয়াল করছে না।
নাসির- তামিমার ইস্যূ আজ আবার মিডিয়াতে এসেছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী পূর্বের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে তামিমা বিয়ে করেছেন! আমরা প্রথমেই বলেছিলাম যে, ইসলামী শরিয়ার আলোকেে এ বিয়ে বৈধ নয়।
প্রিয় ভাই এবং বোনেরা! পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার যেতে হবে। একদিন সবাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার বিয়ে যদি শরিয়াসম্মত পদ্ধতিতে না হয়, তাহলে সারা জীবন আপনার আমলনামায় ব্যভিচারের গুনাহ লেখা হতে থাকবে। এজন্য বিয়ে, তালাককে খেল তামাশার বস্তু মনে করবেন না। বিয়ে কিংবা তালাক শরিয়া সম্মত পদ্ধতিতে হচ্ছে কিনা? এ ব্যাপারে আশা করি সকলেই সচেতন হবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: