ওয়াজ মাহফিল বন্ধ করা যাবেনা : খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব
Автор: Allama Junaid Al Habib
Загружено: 2018-11-24
Просмотров: 982
Описание:
নির্বাচন কে সামনে রেখে ওয়াজ মাহফিল বন্ধ করা যাবেনা : খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব
বাংলাদেশর বর্ষীয়ান রাজনীতিবিদ, আন্তর্জাতিক ইসলামী ব্যাক্তিত্ব, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সহভাপতি, হেফজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব, খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব আজ সন্ধা ৭টায় কুমিল্লা দয়াপুর মাদ্রাসার সালানা ইসলামী সম্মেলনের বয়ানে এ কথা বলেন।
তিনি বলেন, ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন ও ধর্মীয় অনুষ্ঠান এদেশের দলমত নির্বিশেষে ধর্মপ্রান মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান কে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন এদেশের ৯২% মুসলমানের ধর্মিয় অনভূতিতে আঘাত করেছেন। অনতি বিলম্বে তা বাতিল করতে হবে। আর তা না হলে ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানগন দল-মত-নির্বিশেষে রাজপথে নামতে বাধ্য হবে। তখন এর দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনের ঘোষণায় পরিষ্কার বলা হয়েছে, যে সমস্ত মাহফিল পূর্বে থেকে ঘোষনা করে প্রস্তুতি নেয়া হয়েছে এবং যে সমস্ত ওয়াজ মাহফিল বা ইসলামী সম্মেলন এলাকার জন্যে প্রয়োজন সে সমস্ত মাহফিল গুলো চলবে। তার জন্যে ইউএনওর অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে।
কিন্তু ছয় মাস, আট মাস, এক বৎসর পুর্বে থেকে প্রস্তুতীতা সত্ত্বেও অতিউৎসাহী স্থানীয় প্রশাসন মাহফিল বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করছে।
খতিবে বাঙ্গাল আরো বলেন, বর্তমানে বাংলাদেশে ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের সিজন। সিজন অনুযায়ী দেশের সকল মসজিদ, মাদ্রাসা, খানকাহ, পাড়া-মহল্লাহ সর্বত্র সকল দল ও মতের মানুষের অংশগ্রহনে মাহফিলের এন্তেজাম হয়ে থাকে। ইসলামী মহাসম্মেলন গুলোতে প্রশাসনিকভাবে হাত দেওয়া মানে আলেম-ওলামা ও তৌহিদি জনতার অন্তরে আঘাত দেওয়া। আর তৌহিদী জনতার অন্তরে আঘাত দিলে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ তা কখনোই মেনে নেবে না।
খতীবে বাঙ্গাল আরো বলেন, এই দেশ ৯২% মুসলমানদের দেশ, দেশে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে, আর স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, সুতরাং আমাদের দল, মার্কা ও নেতা-নেত্রী ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সর্ব অবস্থায় আমাদেরকে এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে যে, "আমরা মুসলমান"
খতিবে বাঙ্গাল বলেন, বাংলাদেশের দীর্ঘ ৪৭ বছরের মধ্যে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে কয়েকবার। জাতীয় নির্বাচন হয়েছে অনেকবার, উপজেলা নির্বাচন ও চেয়ারম্যান এবং মেম্বার নির্বাচন সহ অসংখ্য নির্বাচন হয়েছে। আমরা লক্ষ্য করেছি ৪৭ বছরের কোন নির্বাচনে, নির্বাচন কমিশন অথবা কোন সরকার ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করেন নাই।
বিগত বছরের নির্বাচনগুলোতে আমরা লক্ষ্য করেছি, নির্বাচনে প্রার্থীগন ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের স্টেজে জনগণ আলেম-ওলামা ও তৌহিদি জনতার কাছে দোয়া ও সালাম বিনিময় করেছেন।
খতিবে বাঙ্গাল বলেন, বর্তমান নির্বাচন কমিশন দীর্ঘ ৪৭ বছর পরেও ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করে ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: