ইলম অর্জনকারীর মর্যাদা | Dr. Imam Hossain
Автор: Md Jahir Channel
Загружено: 2022-04-29
Просмотров: 87
Описание:
ইমাম ইবন তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) :
❝অন্তর যদি নরম ও কোমল হয়, তাহলে সেটার জন্য ইলম গ্রহণ করা সহজ হয়, ইলম তাতে দৃঢ়ভাবে জায়গা করে নেয় এবং প্রভাব ফেলে।
আর অন্তর যদি কঠিন হয়, তাহলে সেটার জন্য ইলম গ্রহণ করা দুঃসাধ্য ও কষ্টকর হয়ে পড়ে।❞
[মাজমুউল ফাতাওয়া: ৯/৩১৫]
✅❝একজন ব্যক্তির জন্য রুটি ও গোশতের চেয়েও ইলম বেশি গুরুত্বপূর্ণ।❞
~ ইমাম সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ
[ আল-হিলইয়া, ৭ : ৬৫ ]
✅ “ইলম (জ্ঞান) আপনার কাছে এগিয়ে আসার কথা নয়, বরং আপনারই ‘ইলমের (জ্ঞানের) দিকে এগিয়ে যাওয়া উচিত।”
~ ইমাম মালিক ইবন আনাস (রাহিমাহুল্লাহ্)
[আদাব শারি’ইয়্যাহ, ২/১৪৪]
✅ইমাম মালিক [رحمه الله] বলেন:
❝নিশ্চয়ই, এই ইলম্ [ইসলামের] তোমার মাংস ও রক্ত এবং বিচারের দিন তোমাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে৷ অতএব তুমি এটি কার কাছ থেকে নিচ্ছ সে সম্পর্কে সতর্ক হও❞
[আল-খত্বীবের আল-কিফায়াহ্, ২১ নং পৃষ্ঠা]
✅যাকারিয়া আনসারী (রাহিমাহুল্লাহ) :
❝এমন কত মানুষ আছে, যারা শুধু নিজেদের মেধার উপর নির্ভর করেছিল, ফলে তাদের ইলম অর্জন করা হয়ে ওঠেনি❞
[আল-লুলুউন-নাযীম ফী রাওমিত-তা‘আল্লুমি ওয়া-তা‘লীম: ২২]
✅ইল্ম অর্জনকারীর মর্যাদা
ইমাম ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন :
مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُحْيِى بِهِ الْإِسْلاَمَ فَهُوَ مِنَ الصِّدِّيْقِيْنَ وَدَرَجَتُهُ بَعْدَ دَرَجَةِ النُّبُوَّةَ،
❛❛ যে ব্যক্তি ইসলামকে টিকিয়ে রাখার জন্য দ্বীনী জ্ঞান অর্জন করে, সে ব্যক্তি ছিদ্দীকূন বা সত্যবাদীদের অন্তর্ভুক্ত এবং নবুঅতের পরেই তার মর্যাদার স্তর নির্ধারিত ❜❜
[ইবনুল ক্বাইয়িম, মিফতাহু দারিস সা‘আদাহ ১/১১]
✅উমার ইবনু আবদিল আযিয (রাহিমাহুল্লাহ) :
'কোনোপ্রকার ইলম (জ্ঞান) ছাড়াই যে আল্লাহর ইবাদত করে, সে (সমাজ) সংশোধন করার চেয়ে বিবাদই বেশি করে।'
[ আল-ইস্তিকামাহ লি ইবনি তাইমিয়াহ : ২/২২৯ ]
✅হাফেজ ইবনু আব্দিল বার্র আন্দালুসী (মৃ: ৪৬৩ হি:) বলেন:
‘তারা (আলেমগণ) বলেছেন, মুক্বাল্লিদের কোন ইলম বা জ্ঞান নেই। আর এ ব্যাপারে তাদের মধ্যে কোন মতভেদ নেই।
[জামেউ বায়ানিল ইলম ২/৯৯৩]
جامع بيان العلم وفضله (2/ 993)
قَالُوا: وَالْمُقَلِّدُ لَا عِلْمَ لَهُ وَلَمْ يَخْتَلِفُوا فِي ذَلِكَ
✅আবুদ দারদা রাযিয়াল্লাহু আনহু বলেনঃ
কি ব্যাপার, তোমাদের আলেমরা চলে যাচ্ছে, অথচ তোমাদের মধ্যকার অশিক্ষিতরা ইলম অর্জন করছে না!!
তোমরা ইলম অর্জন করো। কারণ, আলেম ও ছাত্র উভয়ই পুরস্কারে সমান ভাগীদার।
[ সিয়ারু আলামিন নুবালা, ৪/২০ ]
শ্রেষ্ঠত্বের মাপকাঠি ইলম ✓ ড. ইমাম হোসাইন হাফিয্বাহুল্লাহ্
• শ্রেষ্ঠত্বের মাপকাঠি ইলম | ড. ইমাম হোসাইন ...
✅ রাসূলূল্লাহ ﷺ বলেছেন :
((مَنْھُوْمَانِ لَا یَشْبَعَانِ: مَنْھُوْمٌ فِی الْعِلْمِ لَا یَشْبَعُ مِنْہٗ، وَمَنْھُوْمٌ فِی الدُّنْیَا لَا یَشْبَعُ مِنْھَا))
❝ দুইটি (জিনিসের) লোভ কখনোই পরিতৃপ্তি প্রদান করে না-
★ ইলমের প্রতি লোভ কখনোই তার (ইলম) দ্বারা পরিতৃপ্ত হয় না।
★ আর, দুনিয়ার প্রতি লোভ কখনোই তার (দুনিয়া) দ্বারা পরিতৃপ্ত হয় না। ❞
(অর্থাৎ, ইলমের প্রতি আগ্রহ, ও তা লাভের সাধনা কখনো একজন ছাত্রের মনকে তৃপ্তি প্রদান করে না। তার মনে সর্বদা নতুন কিছু জানার, নতুন কিছু শিখার লোভ জেগেই থাকে। একিভাবে, একজন দুনিয়ালোভী মানুষের দুনিয়ার যতোকিছুই দান করা হোক, তবুও তার নতুন কিছু চাওয়া পাওয়ার প্রতি লোভের কমতি থাকে না।)
[তারিখে দামিশক লি ইবনে আসাকীর:- ৪১/২৮৬, আল-মাদখাল লিল বায়হাক্বী:- ৪৫০, সনদ সহীহ- শাঈখ তানভীরুল হক্ব তিরমিজি হাফিজাহুল্লাহ]
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: