R/র অক্ষর দিয়ে ছেলে দের ইসলামিক নাম, বাংলা অর্থ, Islamic names for boys with meaning starting R
Автор: Afifa Islamic Tv
Загружено: 2022-11-26
Просмотров: 130
Описание:
R/র অক্ষর দিয়ে ছেলে দের ইসলামিক নাম, বাংলা অর্থ, Islamic names for boys with meaning starting R
R/র অক্ষর দিয়ে ছেলে দের ইসলামিক নাম, বাংলা অর্থ, Islamic names for baby boys with bangla meaning starting R
মুসলিম মেয়ে শিশুর আধুনিক ইসলামিক নাম বাংলা এবং ইংরেজি বানান ও অর্থ@Islamic unique name for Girls.
#islamicnames #ইসলামিকনাম #ছেলেদের_ইসলামিক_নাম #islamicduwa #অর্থসহইসলামিকনাম
মুসলিম মেয়ে শিশুর সুন্দর সুন্দর নাম = • মেয়ে শিশুর 30টি সুন্দর সুন্দর ইছলামীক নাম,...
এক জন শিশু জন্মগ্রহণ করার পর তার মা বাপের কর্তব্য হইলো সুন্দর একটি নাম রাখা । সে সময় তার যে নাম রাখা হইবে সবাই তাকে সেই নামেই ডাকবে । সে ডাক শুনেই সে দুধ পানরত অবস্থায়ও বুঝতে পারবে , তাকে ডাকছে। তাই কেউ ডাকলে তার দিকে তাকায়। আর বড় হবার পর এ নামেই সে পরিচিতি লাভ করে।
শিশু জন্মগ্রহণ করার পর নিজের নাম নিজে রাখতে পারেনা। এটা পিতা মাতা বা আত্মীয় স্বজনের দায়িত্ব। পিতা মাতা বা যারাই নাম রাখবে তাদের উচিত সুন্দর নাম রাখা। এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস ও আবু সাঈদ থেকে বর্ণিত আছে যে,রাছুল (সঃ) বলেছেন,যার সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার সুন্দর নাম রাখে ও সুশিক্ষা দেয় এবং সাবালক হলে তার বিবাহ দেবে। প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ না দেবার কারণে গুনাহ হলে সে গুনাহ তার পিতার উপর বর্তাবে। (বায়হাকী, হাদীছটি যঈফ)
এই হাদিস থেকে বুঝা গেল শিশুর সুন্দর নাম রাখা পিতা-মাতার কর্তব্য।
আরেক হাদীসে আছে, আবু দারদা (রাঃ) বর্ণনা করেন যে রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হইবে তোমাদের নামে এবং তোমাদের পিতাদের নামে, তাই তোমাদের নামগুলি সুন্দর রাখো। ( আবু দাউদ)
এ থেকে বুঝা যায় শিশুর নাম রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুখের বিষয় হচ্ছে মুসলিম সমাজে অনেকেই শিশুর এমন নাম রাখেন যা অর্থবোধক নয়। এবং এই নাম শুনে বুঝা যায়না এটা হিন্দু না মুসলিম শিশুর নাম।
এক জন শিশুর যে নামই রাখা হোক না কেন তা তার জীবনে প্রভাব ফেলে। ভাল নামের ভাল প্রভাব আর খারাপ নামের খারাপ প্রভাব পড়ে। এক জন শিশু যখন বড় হয় তখন সে নামের অর্থ জানার চেষ্টা করে। মনে করুন এক জন শিশুর নাম সালেহ, যার অর্থ সৎ কাজ কারী। সে যখন কোন খারাপ কাজ করে তাকে যদি বলা হয় তোমার নামের অর্থ হচ্ছে সৎ কাজ কারী। তুমি যে খারাপ কাজ করলে তা কি ঠিক হলো? নিশ্চয়ই এ কথাটি তার মনে রেখাপাত করবে। এভাবে অনেক শিশু নামের কারণে মন্দ কাজ করতে লজ্জা বোধ করে।
যেমন কারো নাম আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা/গোলাম কাজেই তার কাজই হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষে আল্লাহর গোলামী/এবাদত করা , আর তা না করলে স্বভাবতই সে লজ্যা বোধ করবে /মানুষ লজ্যা দিবে,
রাসুল (সঃ) এর সামনে কোন লোক এলে তিনি তার নাম জিজ্ঞাসা করতেন। কারো নাম সুন্দর হলে তিনি খুশী হতেন। আর কারো নাম অসুন্দর হলে তিনি তা পরিবর্তন করে দিতেন।
• মেয়ে শিশুর 30টি সুন্দর সুন্দর ইছলামীক নাম,...
শিশু জন্মগ্রহণ করার পর কখন নামকরণ করা সুন্নাত এ সম্পর্কে আলেমদের কয়েকটি মত আছে। কেউ কেউ বলেছেন শিশুর জন্মের সপ্তম দিনে নামকরণ ও আকীকা করা সুন্নাত।
হযরত মা আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে যে রাসুলুল্লাহ (সঃ) হযরত হাসান ও হোসাইনের (রাঃ) আকীকা করছেন জন্মের সপ্তম দিনে এবং তাদের দুই জনের নাম রাখছেন।
আর কোনো কোনো আলিম বলেন শিশুর জন্ম হবার পর পরই তার নামকরণ করা সুন্নাত। তাঁরা হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত হাদীস দলীল হিসেবে পেশ করেন
আনাস (রাঃ) হতে বর্ণিত আছে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আবি তালহার জন্ম হলে তাকে নিয়ে রাসুলুল্লাহ (সঃ) এর কাছে গেলাম। তখন তিনি উটকে হাত বুলিয়ে আদর করতে ছিলেন । তিনি জিজ্ঞাসা করলেন: তোমার কাছে কি খেজুর আছে? আমি বললাম হ্যাঁ। তারপর আমি তাঁকে খেজুর দিলাম। তিনি তা চিবিয়ে নরম করলেন এবং শিশুটির মুখ ফাঁক করে তার মুখের ভিতর ভরে দিলেন, শিশুটি তখন তার মুখ নাড়াতে শুরু করলো। নবী (সঃ) বললেন আনসারদের প্রিয় হচ্ছে খেজুর। পরে তার নাম রাখলেন আব্দুল্লাহ। (বায়হাকী)আলহাদিস।
এ থেকে বুঝা যায় শিশু জন্মেও পর পরই তার নাম রাখা অত্যান্ত জরুরি!
খোদা হাফিজ
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিভিন্ন ধরণের ইসলামিক ভিডিও র জন্যে আমাদের চ্যানেল Afifa Islamic Tv subscirbe করুন 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: