আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি সম্পূর্ণ অডিও বুক ┇ ১৮তম অডিও বুক ┇ Islamic Audio Book ┇
Автор: Insight Audio Book
Загружено: 2024-10-18
Просмотров: 2207
Описание:
আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি সম্পূর্ণ অডিও বুক ┇ ১৮তম অডিও বুক ┇ Islamic Audio Book ┇
🇦🇫🇦🇫আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি🇦🇫🇦🇫
🇩 🇪 🇸 🇨 🇷 🇮 🇵 🇹 🇮 🇴 🇳
সকল পর্ব পাবেন এই প্লেলিস্টে
• আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি | [ সমাপ্ত ]
🇦🇫🇦🇫বই সম্পর্কে🇦🇫🇦🇫
উনিশ শ অষ্টাশির আগস্টে 'আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি প্রথম বের হয়। একবার দু'বার করে এর বেশ কয়েকটি মুদ্রণ সম্পন্ন ও নিঃশেষিত হয়ে যাওয়ায় পুনরায় এটি প্রকাশের চাহিদা দেখা দেয়। বইটি প্রথম প্রকাশের পরবর্তী চার বছর আফগান জিহাদ, দুশমনের ষড়যন্ত্র, নাস্তিক্যবাদের কেন্দ্রের পতন, কমিউনিজমের ব্যর্থতা, সমাজতন্ত্রের বিদায় আর সোভিয়েত ইউনিয়নের বহুধাবিভক্তির মতো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ পৃথিবীর নাট্যশালায় একে একে মঞ্চায়িত হতে থাকে।
সমকালীন বিশ্বের বাসিন্দারা প্রত্যক্ষ করে অনেক উত্থান, অসংখ্য পতন। মুসলিম জাতির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, দাওয়াত ও জিহাদের ঐতিহ্যবাহী কেন্দ্রভূমি মধ্য-এশিয়ার ছয়টি মুসলিম প্রজাতন্ত্রের স্বাধীনতালাড, আফগানিস্তানের বীর জনতার সুস্পষ্ট বিজয়, কারুলের মুক্তি, এ সবই ঘটে যায় অতি দ্রুততার সাথে তাই আফগান জিহাদের সর্বশেষ অবস্থা I সংযোজিত করে বইটিকে পূর্ণাঙ্গ রূপদানের জন্যে প্রকাশক ও পরিচিত মহল অতিরিক্ত চাপাচাপি শুরু করে দেন। প্রথম সংস্করণে বইটি পূর্ণ করার ইচ্ছা ব্যক্ত করেছিলাম বলে তাদের চাপ ও তাগাদা মুখ বুজে সইতে হয়। এক পর্যায়ে বইটি শেষ দিয়ে তবে নিস্তার পাই।
নিজের মনের গভীরে গুমরে মরা অনুভূতি আর অন্তর নিংড়ানো অভিব্যক্তি, বিশ্বাস ও চেতনার কালিতে, ঈমানদীপ্ত দিব্যদৃষ্টির রং মেখে লেখার চেষ্টা করেছি। হৃৎকলমের টানে রচিত প্রাণ সঞ্চারকে ও চেতনা উদ্দীপক এ বইটি। আশা করি এটি পূর্বের মতো ইসলামের সঠিক চিন্তা- চেতনা ও ঈমানদীপ্ত উদ্দীপনা সৃষ্টির পথে সহায়ক হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: