প্রায় ৬ ঘন্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে। সরাসরি উপস্থিত হয়ে যা দেখলাম। বিকাল ৩:১৫ ঘটিকার অবস্থা
Автор: Apple's Guide
Загружено: 2023-04-04
Просмотров: 72
Описание:
সাড়ে ৬ ঘণ্টার পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়েছে। পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত।
আমি কিছুক্ষণ আগে আনুমানিক সময় ৩:১৫ ঘটিকায় সরাসরি আগুনে পুরা বঙ্গবাজার এলাকায় সশরীরে উওস্থিত হয়ে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রায় ১০০% দোকানই পুরোপুরি আগুনে পুরে ছাই হয়ে গেছ। এখনও আগুনের কুন্ডলি জলছে। আমি ১০০ গজ দূর থেকে আগুনের তাপ পেয়েছি। এ দৃশ্য সামনা সামনি দেখে আমি খুবই মর্মাহত। আল্লাহ যেন ক্ষতিগ্রস্থদের পরিবার নিয়ে বেচে থাকার তৌফিক দান করে। নিজেকে খুবই অসহায় মনে হলো ওই স্থানে সরাসরি দাঁড়িয়ে আগুনে পুরে যাওয়া দোকানগুলোর অবশিষ্ট অংশ দেখে।
ঈদের আগে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৬টা ১০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা বাহিনী ও বিমানবাহিনীর দুটি দল প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এরই মধ্যে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়। পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুনে।
বঙ্গবাজারের পাশেই ফায়ার সার্ভিস সদর দপ্তর বলে খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে সেখানে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা। কিন্তু বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন ছড়িয়ে পড়তে থাকে।
ওই অবস্থায় ঢাকায় ফায়ার সার্ভিসের অধিকাংশ ইউনিটকে সেখানে ডাকা হয়। বহু দূর থেকেও বঙ্গবাজারের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও আগুনের ওপর পানি ছিটানো হয়।
বড় এলাকায় টিন ও কাঠ দিয়ে নির্মিত শত শত দোকান নিয়ে এই বঙ্গবাজার। ঈদ সামনে রেখে সব দোকানেই প্রচুর নতুন পণ্য তোলা হয়েছিল। কীভাবে সেখানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কারও মৃত্যুর খবর এখনও আসেনি।
সকালে ব্যবসায়ী ও দোকানকর্মীদের কাউকে কাউকে মরিয়া হয়ে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। অনেকেই অসহায়ভাবে কাঁদছিলেন। একজন বলছিলেন কয়েক লাখ টাকার মাল তিনি দোকানে তুলেছিলেন ঈদ সামনে রেখে।
ধন্যবাদ,
Apple's Guide
/ applesguide
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: