শিক্ষনিও গল্প, বিড়ালের পরীক্ষা। Teaching is also a story, a test of a cat || Rm tv
Автор: Rm tv bd
Загружено: 2020-07-13
Просмотров: 90
Описание:
বিড়ালের পরীক্ষা
উস্তাদহীন ব্যক্তি সাধারণতঃ ঢিলা মেজাজের হয়ে থাকে। কারণ তারা কোন মুহাক্কেক আলেমের সান্নিধ্যে থেকে তরবিয়ত্ হাছেল করেনি। রূহানী শক্তি তাদের থাকে না। সুযোগ পেলেই গুনাহ করে বসে। নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্যে কোন গায়েবী সাহায্য তারা পায় না। সকল তাকওয়া ও ফরেজগারী একদিকে পড়ে থাকে আর লোভী বিড়ালের মত তারা অন্য দিকে ছুটে যায় ।
এমোনি একটি ঘঠনা তোমাদের সামনে উপস্থাপন করবো। স্বাগতম বন্ধুরা গল্প থেকে শিক্ষা চেনেলে
এক বাদশাহ্ এক বিড়ালকে শিক্ষা দিয়েছিলেন। রাত্রে বিড়ালটি মাথায় চেরাগ নিয়ে বসে থাকতো। বাদশাহ চেরাগের আলোতে বসে কাজ করতেন। যখন তিনি নিশ্চিত হলেন যে বিড়ালের শিক্ষা পরিপূর্ণ হয়েছে
তখন একদিন মন্ত্রীর কাছে বলতে লাগলেন-- বিড়ালটি শিক্ষিত, খুব শান্ত,
প্রদীপ মাথায় ঠায় বসে থাকে ইত্যাদি।
মন্ত্রী বললেন, “হুযূর, বিড়ালের পরীক্ষা করা দরকার।”
বাদশাহ বললেন, “এর আবার পরীক্ষা কেমন ?”
মন্ত্রী একটি ইদুর ধরে লুকিয়ে রাখলেন। বাদশাহ্ রাত্রে যখন চেরাগের আলোতে বসে কাজে মশগুল।মন্ত্রী তখন বাদশাহের কক্ষে ইদুরটি ছেড়ে দিলেন। বিড়ালটি ইদুর দেখার সঙ্গে সঙ্গে কোথায় চেরাগ আর কোথায় বিড়াল। একদম সব ওলট পালট হয়ে গেল। চেরাগ ফেলে দিয়ে বিড়াল ছুটলাে ইঁদুরের দিকে। চেরাগের আগুনে বাদশাহর নথিপত্র পুড়ে ছাই ।
বিড়ালের দুই বৎসরের প্রশিক্ষণ মুহূর্তের মধ্যে খতম।
উস্তাদের সান্নিধ্য এবং তরবিয়তহীনদের অবস্থাও ঠিক শেই রকম।
এদের কোন কথা নির্ভরযোগ্য নয়। এদের কোন কাজের উপর ভরসা করা চলে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: