ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘে' র আয়োজনে ডেঙ্গু সচেতনতা মূলক আলোচনা সভা।
Автор: WELFTION
Загружено: 2019-09-04
Просмотров: 1263
Описание:
ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘে' র আয়োজনে
ডেঙ্গু সচেতনতা মূলক আলোচনা সভা।
ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘের উদ্যোগে বুধবার সকাল ১০:৩০ মিনিটে, ১/৩৫ ওয়েলফশন অফিস রোড সংলগ্ন, পাঁচুয়া বর্জ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, উক্ত বিদ্যালয়ের কমিটি ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ আরও অনেকে।
সেখানে আলোচনা করা হয় কিভাবে ডেঙ্গু থেকে নিজেকে কে তথা সমাজ ও দেশ কে নিরাপদ রাখা যায়।
এবং করনীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রাধান শিক্ষক বেলায়েত হোসেন।
সহকারী শিক্ষক ইব্রাহিম, ও তুফাজ্জল হোসেন,
ওয়েলফশনার গণ ইলিয়াস আহাম্মেদ, ওয়াহিদুল্লাহ্ (হুজুর) সোহেব ,মাছুম, উপস্থাপনায় ছিলেন মনির হোসেন।
আলোচনার বিষয়বস্তু :
১. ডেঙ্গু কি..?
২. এডিস মশার বিশেষ বৈশিষ্ট্য
৩. বর্তমান ডেঙ্গুর অবস্থান
৪. ডেঙ্গু জ্বরের লক্ষণ
৫. রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরিক্ষা
এই সব বিষয় তুলে ধরেন ওয়েলফশনার ইলিয়াস আহাম্মেদ,ওয়াহিদুল্লাহ্, মনির হোসেন ।
তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ডেঙ্গু সচেতনতার বিষয়ে বক্তব্য প্রদান করে।
📌নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি।
📌পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার।
📌ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতারন বিকল্প নাই।
এই স্লোগান কে সামনে রেখে ডেঙ্গু সচেতনতায় কাজ করে যাচ্ছে ওয়েলফশনার গণ।
ওয়েলফশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
তৌফিক সুলতান সামাজিক যোগাযোগ মধ্যেমে প্রকাশ করেন।
সত্যি প্রশংসনীয় আজ আবার ও ওয়েলফশনার গণ প্রমান দিল ভালো কাজের জন্য লক্ষ কোটি মানুষের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না অনেক অর্থের সুধু মাত্র সৎ ইচ্ছে ও কল্যাণ মুলক কাজ করার মত মহান ইচ্ছে শক্তি থাকলেই । গুটিকয়েক কল্যাণকামী ব্যাক্তির দ্বারা কল্যাণ মুলক কাজ করা সম্ভব ।
সেটা যদি সংখ্যায় কমও হয়। সফলভাবে কোনো ভালো কাজ করা সম্ভব। তাই আপনিও আপনার এলাকায় কল্যাণ কামী ব্যাক্তিদের খুঁজে বেরিয়ে পরেন। একত্রিত করতে তাদের কে যারা কল্যাণকামী। যোগ দিন আমাদের সাথে।
#দ্বিতীয় বারের মত ওয়েলফশন আয়োজন করল ডেঙ্গু সচেতনতা মূলক আলোচনা সভা।
এখানেই তারা থেমে থাকেনি সাধারণ মানুষ কে সচেতন করতে নিজ গতিতে এগিয়ে চলচ্ছে.....
📍ওয়েলফশনের মূলনীতি :শিক্ষা, শান্তি, প্রগতি, একতা, সততা,সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ (বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ)। এই মূলনীতি গুলো যেইদিন ওয়েলফশনার গণ আয়ত্ত করতে পারবে সেই
দিন-ই হবে ওয়েলফশনের বিজয়ের দিন।
সেই দিন খুব বেশি দেরি নয় তারিই প্রমাণ দিচ্ছেন ওয়েলফশনার গণ।
তিনি প্রকাশ করেন ওয়েলফশনার দের প্রতি তার ভালোবাসার কথা।
ওয়েলফশনার সোহরাব হোসেন (সিনিয়র) ও মনির হোসেন সন্তুষ্টি প্রকাশ করে জানান সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভাবে মানকল্যাণে কাজ করতে পারি ।
তাছাড়াও ওয়েলফশন গ্রুপে পুষ্ট ও কমেন্ট এর মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ সহ নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন ওয়েলফশনার গণ।
ওয়েলফশনের পক্ষ থেকে সবাই কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
অনুরোধ রইল এই সকল বর্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য...
®আয়োজনে ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ।
[[*]]## If you have any questions or concerns about this video, please contact us at this address....
"Contact "
E-mail : [email protected]
E-mail 2 : [email protected]
Emergency E-mail : [email protected]
Contact :
Messenger :- http://m.me/WELFTION
Details : https://welftion.blogspot.com/p/blog-...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: