শেষে চোখে পানি এসে যাবে যে চিঠি শুনলে | মায়ের কাছে সন্তানের লেখা শেষ চিঠি | এম এফ নূর ইসলাম
Автор: M F Noor Islam
Загружено: 2025-04-18
Просмотров: 170
Описание:
একজন বখে যাওয়া সন্তান যে জীবনে ভুল প্রেমে ভুল পথে নষ্ট করেছে তাঁর সুন্দর জীবন। তবুও মায়ের কাছে ফিরে যাওয়ার তাঁর করুন আকুতি। সত্য বলতে মা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন নয়। হ্যাঁ, এই গল্পটা হাজার হাজার হেরে যাওয়া যুবকের গল্প। কেমন লেগেছে জানাবেন কমেন্টবক্সে।
কবিতাঃ এক প্লেট ভাত
লেখাঃ এম এফ নূর ইসলাম
অহন অনেক রাইত। পাপিষ্ঠ শরীর মন নিয়া ঘুরতাসি। কহনো হাইওয়ে আর কহনো গলির ভেতর। সিগারেটের আগুনে ঠোঁট পুড়াইতেও বিরক্ত লাগে মাঝে মইধ্যে ! অনুশোচনা হইতাছে সামান্য। এই ঠোইটে খোদার কালাম পড়তে ডর লাগে। তাই কালে ভদ্রে মনে মনে ফিসফিসাইয়া তওবা পড়ি আরকি। মরণের ভয়-ডর হারাইয়া গেছে কেমন.! মাঝে মইধ্যে নিজে নিজেই মনে হইতাছে, প্রেমিকার দেওয়া কষ্টে আমার মহাবীর খেতাব লইবার শুধু বাকি, হা হা হা..! অবাক লাগতাছে। বিরাট অবাক!! হায়রে, আমি এমন হইয়া গেলাম.! এইডা আমার চেহেরা.?! এইগুলা আমার হাত পা চোখ মুখ..?!! মানুষ দেইখখা আমারে আনসোশ্যাল কয়, মাছুম বাচ্চারা আমারে দেইখা ম্যাক্সিমাম ডরাইতাছে। আমার চুল দাড়ি নিয়া কথা উটতাছে পাড়া পাড়ায়, প্রতিবেশিরা কানাঘুষা করতাছে। বাপে চায়ের দোকানে যাইতে পারতাছেনা.! আমার জন্যে নাকি মুক দেহানো ভার.! সেদিন মা আপসোস কইরা কইলো, "বাজান, আর কত সইমু মাইনশের কথা, হ্যাঁ? "
আমি ক্যান জানি কারো কথাই হুনতাছিনা। মা বাপের জইন্যে কইষ্ট হয়, ভিতরটা কান্দে। খুব কান্দে, কিন্তু নিজেরে ক্যান জানি বদলাইতে পারলাম না রে.! রাস্তার মাঝে হাটতাছি, বুঝার মইধ্যে মোরে মোরে কিছু কুইত্তা আর বিড়াল আমারে বুঝে। একসাথে বইসা একই পাউরুটি না খাইলে হেরা আমার সন্ধ্যান করে, আমি বুঝতে পারি। হেরা আমারে ঘেন্না করেনা। ভালোই লাগে। মুক থেইকা অটোমেটিক কয়ডা কতা আমিও কোই তাদের লগে। তহন মনে হয়, না; অহনো শালার টিইকা আছি। খাবারের কষ্টে আমিও ভুগতাছি, কোনোদিন একবেলা খাইতাছি কোনোদিন নাই, এইভাবেই চলতাছি। একটা মাত্র নারীর দেওয়া কষ্ট ভুলতে ভুলতে, শালার পুরা যৌইবন চইলা যাইতাছে, কি সাংঘাতিক কথা না.? আচ্ছা, মানুষ কেমনে ভুইলা থাহে, ক্যামনে.? অয় আছে কেমন কইরা জানবার বড়ই সাধ হয়। তয় আমার আরেকখান সাধ আছে,
দেহঘড়ি থাইমা যাওনের আগে মা'রে একবার চোখ ভইরা দেইক্ষা লইতাম। খুব শখ, বাবরি চুল আচরাইয়া, পরিস্কার ধবধবে দুধের মতন সাদা পাঞ্জাবি গায়ে দিমু। সুগন্ধি মাইখা ফজরের সলাত শেষ কইরা খোদার কালাম কইতে কইতে আম্মাজানের কাছে যাইয়া একবার কমু; "মা, চিনসো আমারে? আমি তোমার বাজান, আমারে এক পেলেট ভাত দিবা?"
অ্যালবামঃ দেহঘড়ি
লিখাঃ এম এফ নূর ইসলাম
তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৫
#কবিতা #মা
#মায়েরকবিতা
#মাকেভালোবাসি
#মাগো #চিঠি #শেষচিঠি
#ma #mayergan #lastletter
#mfnoorislam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: