সাদিয়া আয়মান প্রেম করছেন চরকির নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনির সাথে! Sadiya Ayman, Redoan Rony
Автор: Ria.infohunter
Загружено: 2024-10-30
Просмотров: 1090
Описание:
গুঞ্জনটা বহুদিনের, নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। দু’জনেই বিষয়টা নিয়ে খুবই সতর্ক হলেও সম্প্রতি রেদওয়ান রনির জন্মদিনে তাদের প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হলো।
গত ২০ অক্টোবর ছিল এই নির্মাতার জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ।
তবে তাদের মধ্য একটু বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।
জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে রনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’
এরপর নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’
রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’
ব্যস, ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ। অনেকেই সেই পোস্টের কমেন্টবক্সে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ সম্বোধন করে বিভিন্ন মন্তব্য করেছেন।
এ বিষয়ে সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য দিতেই রাজি হননি তিনি। বরং প্রেমের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যেতে চেয়েছেন।
#sadiyaayman
#redwanrony
#khairulbashar
#sadiyaaymannatok
#banglanatok2024
#romanticnatok
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: