সোনা-জহরত আর অমর প্রেমের কাহিনী রূপজান বিবির রহস্যময় সমাধি//Bogura Namajgor koboristhan//রূপজান বিবি
Автор: Voice of Mesbaul
Загружено: 2025-04-20
Просмотров: 2363
Описание:
বগুড়ার নামাজগড় গোরস্থানের পূর্ব প্রান্তে, এক শতাব্দীরও বেশি পুরনো একটি সমাধি। ধূসর পাথরের গায়ে খোদাই করা কিছু অক্ষর— রূপজান বিবি। অজানা এক সাহেবের অমর প্রেমের গল্প আজও কাঁদায় ইতিহাসকে।
সমাধিটি নির্মিত হয়েছিল ১৯১৫ সালে। নির্মাণে ব্যবহৃত হয়েছিল সেই সময়ের শক্তিশালী ঢালাই, যা আজও অবিকল রয়ে গেছে— তবে ক্ষয়ে যাচ্ছে সময়ের গহ্বরে।
ইতিহাস গবেষক আব্দুর রহিম বগরা বলছেন— এটি শুধু একটি কবর নয়, বরং এক ‘মিনি তাজমহল’। প্রেমিক স্বামী তার জীবনের সবকিছু দিয়ে গড়েছিলেন এই স্মৃতিস্তম্ভ।
"একটা সময় ছিল, যখন প্রেম শুধু মানুষের নয়, সভ্যতার সীমারেখাও পেরিয়ে যেত... আজ আমরা বলবো বগুড়ার এক অজানা প্রেমগাঁথা—রূপজান বিবি আর এক ইংরেজ স্টেশন মাস্টারের অসম প্রেমের কাহিনি।"
"ব্রিটিশ শাসনামলের গোড়ার দিকে, বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ছিলেন এক ইংরেজ সাহেব। নাম? ইতিহাস তা ভুলে গেছে। কিন্তু সে ভুলতে পারেনি রূপজান বিবিকে—এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের অতুলনীয় সুন্দরী কন্যা।"
"রূপের এমন জাদু ছিল, যা সাহেব বাবুর চোখে-মনে ছায়া ফেলে। অফিসের কাজ ফেলে বারবার যেতেন রূপজানের বাড়ি। চারপাশে তখন গুঞ্জন—ইংরেজ বাবু ও এক মুসলিম কন্যা? সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করেই, একদিন বিয়ে হয় তাদের।"
"কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ১৮ বছর বয়সে রূপজান বিবি সন্তান প্রসবকালীন জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। বগুড়ায় তখন ছিল না উন্নত চিকিৎসার ব্যবস্থা। ইংরেজ বাবু নিয়ে যান তাকে কলকাতায়..."
"...কিন্তু রূপজান ফিরলেন না। নিথর দেহ নিয়ে ফিরলেন তার ভালবাসার শহর বগুড়ায়।"
"ভালবাসা থেমে যায়নি মৃত্যুতেও। সাহেব তার সমস্ত সোনা-হীরা রূপজানের কবরের সাথে দিয়ে দেন, মাটি বাঁধিয়ে দেন শক্ত করে, যাতে কেউ তা ভাঙতে না পারে। এমনকি, কবরের জমিও কিনে ফেলেন। সম্মানের প্রতীক হিসেবে সামনে খনন করেন একটি দিঘি।"
"তারপর ইংরেজ বাবু কোথায় গিয়েছিলেন? কেউ জানে না। তবে ইতিহাস জানে, প্রেম জাত-ধর্ম, ভাষা মানে না। রূপজান বিবির কবরের গল্প যেন আমাদের চোখে আঙুল দিয়ে সে কথাই বলে..."
#রূপজানবিবি #ইংরেজবাবু #নামাজগড়গোরস্থান #বগুড়া#রূপজান_বিবি #BoguraHistory #LoveStory #HistoricGrave #সোনা_জহরত #রহস্যময়_কবর #BengaliFolklore #TrueLove #BritishEraBangladesh
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: