অজয় দেবগন ও সালমান খানের অজানা গল্প
Автор: It's me Pakhi
Загружено: 2025-09-18
Просмотров: 1069
Описание:
অজয় দেবগন ও সালমান খানের অজানা গল্প 😮
বলিউডে এমন কিছু নাম আছে যাদের ছায়ায় একাধিক প্রজন্ম বড় হয়েছে। আজ এমনই দুই সুপারস্টারের গল্প—অজয় দেবগন এবং সালমান খান। কিন্তু জানেন কি, এদের আসল নাম কী?
অজয় দেবগনের আসল নাম বিশাল বীরেন্দ্র দেবগন। ১৯৯১ সালে ফুল অর কাটে সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। বাইকের দুই পাশে পা রেখে তার অ্যাকশন দৃশ্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। বর্তমানে তার বয়স ৫৬ বছর এবং তিনি ইতিমধ্যেই ১০৭টি সিনেমায় অভিনয় করেছেন। একজন দক্ষ অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে অজয় নিজের আলাদা একটা অবস্থান তৈরি করেছেন।
অন্যদিকে, সালমান খানের আসল নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। ১৯৮৮ সালে ফালাক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে যাত্রা শুরু করেন তিনি। তবে তার বড় ব্রেক আসে ১৯৮৯ সালের ম্যায়নে পেয়ার কিয়া সিনেমায়। বর্তমানে সালমান খানের বয়স ৫৯ বছর এবং তিনি ১২২টি সিনেমায় অভিনয় করেছেন। “ভাইজান” নামে খ্যাত এই অভিনেতা শুধু অভিনয় নয়, দানশীলতা ও হিউম্যানিটারিয়ান কাজের জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত।
এই দুই অভিনেতা শুধুমাত্র সিনেমা জগতের তারকা নয়, বরং তারা এক একটি প্রজন্মের আবেগ, ভালোবাসা আর অনুপ্রেরণার প্রতীক। সময়ের সাথে তাদের জনপ্রিয়তা শুধু বেড়েই চলেছে।
🎬 তাদের যাত্রা যেন বলিউড ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: