জিয়া মানে বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান।
Автор: Rasel Studio.
Загружено: 2025-12-21
Просмотров: 58
Описание:
লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম (১৯৩৬-১৯৮১) ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সেই সাথে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা ছিলেন।
গান: জিয়া মানে বাংলাদেশ
লিরিক্স :মো: রাসেল আহমেদ
ভয়েস : AI
মিউজিক : মো: রাসেল
ভিডিও এডিটিং : রাসেল মিউজিক স্টুডিও
► সুন্দর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বিঃ দ্রঃ আমাদের চ্যানেলে আমরা শুধুমাত্র নিজেদের ধারণকরা ভিডিও আপলোড দিয়ে থাকি। আমরা অন্য চ্যানেলের ভিডিও আপলোড দেই না। আমাদের চ্যানেলের ভিডিও অন্য ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া নিষেধ।
(Modern Patriotic Band Version)
(Intro – Clean Guitar + Ambient Pad)
এই মাটির বুকে,
একটা কণ্ঠ আজও শোনা যায়…
(Verse 1)
ধোঁয়ায় ঢাকা সেই অন্ধকার রাত,
ভাঙা স্বপ্ন, নিঃশব্দ প্রহর।
হঠাৎ রেডিওর তরঙ্গে আগুন,
একটা নাম—একটা দৃঢ় স্বর।
(Pre-Chorus)
ভয় থেমে গেল,
ইতিহাস নড়ে উঠল—
(Chorus – Full Band Drop)
জিয়া মানেই বাংলাদেশ,
সাহসের আরেক নাম।
জিয়া মানেই স্বাধীনতা,
রক্তে লেখা শপথগাথা গান।
(Verse 2)
ধ্বংসের দেশে গড়ার ভাষা,
নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন।
গ্রাম থেকে শহর, মাঠ থেকে ঘর,
পরিশ্রমেই গড়ে ভবিষ্যৎ রূপ।
(Pre-Chorus)
জনতার শক্তি,
জনতার বিশ্বাস—
(Chorus)
জিয়া মানেই বাংলাদেশ,
আত্মমর্যাদার পরিচয়।
জিয়া মানেই এগিয়ে চলা,
থামবে না এ দেশ কখনো নয়।
(Bridge – Half Time / Spoken Feel)
রক্ত নয়, দায়িত্ব রেখে গেলে,
স্বপ্ন নয়—পথ দেখিয়ে গেলে।
একটি দেশ, বহু কণ্ঠ,
গণতন্ত্রের আলো জ্বালালে।
(Guitar Solo – Emotional & Proud)
(Final Chorus – Double Energy + Backing Vocals)
জিয়া মানেই বাংলাদেশ,
লাল-সবুজের অহংকার।
জিয়া মানেই চির প্রেরণা,
ইতিহাসে অমর নাম তাঁর।
(Outro – Chant Style / Fade Out)
বাংলাদেশ… বাংলাদেশ…
জিয়া… জিয়া…
---
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: