Bangabandhu Memorial 3rd National Debate Fest 2020 Theme Song Video
Автор: Michael Madhusudan Debate Federation, Bangladesh
Загружено: 2020-01-11
Просмотров: 1484
Описание:
'মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) পূর্তিতে এগারো বারের মতো বিতর্ক উৎসব এবং তৃতীয় বারের মতো সমগ্র বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করতে চলেছি...
#বঙ্গবন্ধু_স্মৃতি_৩য়_জাতীয়_বিতর্ক_উৎসব_২০২০ ❤️
🎉 উৎসব আয়োজনে থাকছেঃ
১. বর্ণাঢ্য র্যালি
২. উদ্বোধনী অনুষ্ঠান
৩. বিতর্ক কর্মশালা ও প্রশিক্ষণ
৪. শো-ডিবেট
৫. একক বিতর্ক প্রতিযোগিতা
৬. বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা
৭. উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা
৮. কুইজ প্রতিযোগিতা
৯. রচনা লেখা প্রতিযোগিতা
১০. মিট দ্য সেলিব্রিটি পর্ব
১১. সমাপনী ও পুরস্কার বিতরণী
১২. সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট
📝 অংশগ্রহণকারীদের জন্য তথ্য ও নিয়মাবলীঃ 📩
➡️ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিভাগীয় সমন্বয়ক, জেলা সমন্বয়ক, উপজেলা সমন্বয়কের নিকট হতে অথবা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে সঠিকভাবে ফরম পূরণ করতে হবে।
✅ অনলাইন লিংক:
https:goo.gl/forms/pSQ3sz8BHHfQySTr2
➡️ নির্দিষ্ট ফরম পূরণের পরবর্তীতে, রেজিস্ট্রেশন ফি পরিশোধের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট হতে নিশ্চিত হতে হবে। (বিকাশ গ্রহণযোগ্য)
Bkash: 01924-396127 Personal
➡️ অংশগ্রহণকারী সকলকে অবশ্যই ০১ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
➡️ সমগ্র বাংলাদেশের বিতর্ক প্রেমিক যেকোন শিক্ষার্থী, সম্মানীত শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্ধ অংশগ্রহণ করতে পারবেন।
➡️ প্রত্যেক প্রতিযোগী ০৬টি প্রতিযোগিতার মধ্যে যেকোন ০১টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
➡️ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করার সুযোগ আছে তবে তা পূর্বেই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
➡️ অংশগ্রহণকারী সকলকে অবশ্যই পূর্বে প্রদানকৃত রেজিস্ট্রেশন ফরম উৎসবের দিন সাথে নিয়ে এসে মূল বুথ থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।
➡️ যশোর জেলার বাইরের অংশগ্রহণকারীদের জন্য আবাসনের সু-ব্যবস্থা আছে। তবে তা পূর্বেই কর্তৃপক্ষকে অবহিত করণের মাধ্যমে নিশ্চিত করতে হবে। (আবাসন ফি প্রযোজ্য)
➡️ যদি কেউ উৎসবের পরিবেশ ও শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তার বা উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে উৎসব কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে।
➡️ ভেন্যুর বাইরের অনাঙ্কাখিত দূর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
☎️ রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন..
০১৯২৪-৩৯৬১২৭ : ০১৭০৪-১৮৪৬৩৮
📌 অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশন ফিঃ
🔷 যশোর জেলা সদরের জন্য
= ৫০০ টাকা (জনপ্রতি)
🔶 যশোর সদরের বাইরে অন্যান্য উপজেলার জন্য
= ৪০০ টাকা (জনপ্রতি)
🛑 যশোর জেলা ব্যতিত অন্যান্য জেলার জন্য
= ৩০০ টাকা (জনপ্রতি)
💝 সকল অভিভাবক ও শিক্ষকদের জন্য
= ৫০০ টাকা (জনপ্রতি)
❤️ অংশগ্রহণকারীদের জন্য থাকছেঃ
🎁 গিফটঃ সনদ, ফাইল, ম্যাগাজিন, ব্যাগ, প্যাড, কলম ও আইডি কার্ড ইত্যাদি..
💙 খাবারঃ সকালের নাস্তা, দুপুরের খাবার, পানি।
🏢 ভেন্যু- যশোর সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণ, যশোর।
🗓️ তারিখ- ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার ২০২০
বিস্তারিত: 🎉
বায়জিদ মাহামুদ অভি
প্রধান সমন্বয়ক
বঙ্গবন্ধু স্মৃতি ৩য় জাতীয় বিতর্ক উৎসব ২০২০
📞 ০১৯২৪- ৩৯৬১২৭
MMDF,Micheal Madhusudan Debate Federation,Debate,National Debate,Fest,Debate,Zahir Iqbal,Best Debate Organization,Debate fest,মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশ,MMDFBD,আঞ্চলিক বিতর্ক,Michael Madhusudan Debate Federation,Bangladesh
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে...🙂
বিস্তারিত জানতে সাথেই থাকুন...!!!😍
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: