কোন কোন চিকিৎসায় তুলসিপাতা অতুলণীয়। Tulsi Leaves Are Unmatched For Any Treatment.
Автор: Health & Technology Based Tips
Загружено: 2018-05-01
Просмотров: 3431
Описание:
তুলসিপাতার গুণাগুণঃ
আয়ুর্বেদিক মতে তুলসিপাতা বিভিন্ন ব্যাধি ভালো করে। হার্টের ও ইসকিমিয়ার চিকিসায় ভালো কাজ করে। পাঁচ বছর ধরে তুলসি পাতা নিয়ে গবেষণা করেছেন ডা: পি. জি. কুরুপ। তুলসিপাতা সেবনের কোনো বাঁধাধরা নিয়ম নাই। যখন ইচ্ছা যতোগুলো ইচ্ছা কাঁচাপাতা চিবিয়ে খাওয়া যায়।
তুলসি পাতার চিকিৎসাঃ বনৌষধির মধ্যে তুলসী সবচেয়ে ভাল বলে স্বীকার করা হয়েছে। মেটেরিয়া মেডিকাতে এই গাছকে প্রথম স্থান দেওয়া হয়েছে।
দৈনন্দিন জীবনে তুলসীর প্রয়োগঃ
১। কার্ত্তিক মাসে প্রতিদিন প্রাতঃকালে দু-তিনটি করে তুলসী পাতা খালি পেটে চিবিয়ে খেলে পুরো বছর কোনো প্রকারের রোগ হয়না। কার্ত্তিক মাসে আবহাওয়ায় তুলসী পাতার প্রয়োগ সর্বদা দেহকে নীরোগ রাখে।
২। তুলসীর গন্ধ রক্তবিকাশ নাশ করে।
৩। গোসল করার আগে তুলসীর কিছু পাতা পানিতে দিয়ে কিচুক্ষণ বাদে সেই পানিতে গোসল করলে কোনো প্রকার চর্মরোগ হয় ন।
৪। খাবার পানির পাত্রে তুলসী পাতা দিয়ে সেই পানি পান করলে উদর সংক্রান্ত কোনো রোগ হবে না।
৫। তুলসীর মালা, কণ্ঠী ধারণ করলে শরীর সর্বদা ফুর্তিময় ও সুস্থ থাকে।
৬। তুলসী কামবাসনার উপর নিয়ন্ত্রণ রাখে। কামশক্তিকে তো বৃদ্ধি করেই, কিন্তু সেটা সান্তিক এবং সীমিত রূপে।
৭। তুলসী পাতা চিবোলে দাঁতে পোকা লাগেনা। দাঁত মজবুত, উজ্জ্বল এবং দাঁতের আয়ু বৃদ্ধি হয়।
৮। তুলসী পাতার রস দিয়ে মালিশ করলে হাড় শক্ত হয়, দেহ কান্তিময় হয়, দেহকে নীরোগ রাখে। সাবান, তেল, ক্রীম প্রভৃতির স্থলে তুলসীর রস প্রয়োগ করলে নানাপ্রকার দৈহিক সুস্থতা লাভ হয়।
আমার এ তথ্যগুলো ভালো লেগে থাকলে Subscribe করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।আর হ্যাঁ, Subscribe করলে আপনাদের কোনো রকম টাকা-পয়সা খরচ হবেনা, বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন, তাতে সন্দেহ নাই। পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: