সোনারতরী- রবীন্দ্রনাথ ঠাকুর। sonar tori kobita bekkha.sonar tori poem analysis.
Автор: Study With Shamim
Загружено: 2021-06-18
Просмотров: 574
Описание:
সোনারতরী- রবীন্দ্রনাথ ঠাকুর।
sonar tori kobita bekkha.
sonar tori poem analysis.
সোনার তরী কবিতা
সোনারতরী
সোনারতরী ব্যাখ্যাসহ
অর্থসহ ব্যাখ্যা সোনারতরী
Sonar tori by Rabindranath Tagore
sonar tori kobita bakkha
Rabindranath Jiboni
A-Z Sonar tori
Rabindranath A-Z
সোনার তরী কাব্যগ্রন্থ
নদীর সৌন্দর্য
রবীন্দ্রনাথের জীবনীসহ সোনারতরী ব্যাখ্যা
রবীন্দ্রনাথের জন্ম
সোনার তরী কবিতার গুরুত্ব
১৮৬১ সাল
১২৬৮ বাংলা
শব্দের অর্থসহ ব্যাখ্যা
Welcome to my study with Shamim Channel.
সোনার তরী
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: