রেকর্ড ভাঙল আজকের সড়ক দুর্ঘটনা গত ১০বসরের।Today's road accidents broke the record of the last 10YRS
Автор: Babul Vlogs
Загружено: 2024-07-02
Просмотров: 72
Описание:
Neo-24
রেকর্ড ভাঙল আজকের সড়ক দুর্ঘটনা গত ১০ বসরেরI
Today's road accidents broke the record of the last 10 years
Road Accident
#Road
#accidentnews
#action
#facts
#funnyvideo
#funny
#road
#neo-24
#Neo-24
#Bangladesh road accident
যেসব কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা
একটি বেসরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। ২০১৭ সালে মৃতের সংখ্যা কিছুটা কমে ৫ হাজারের ঘরে নামে। আর ২০১৮ সালের প্রথম দু’মাসেই দুর্ঘটনার পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে।
কেন সড়ক দুর্ঘটনা কারণ হয়
এসব দুর্ঘটনার কারণ হিসেবে কর্তৃপক্ষের নজরদারির অভাব, অদক্ষ চালক, মাদক আর সড়কের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত জনসংখ্যার চাপ
২. ত্রুটিপূর্ণ যানবাহন
৩. অপরিকল্পিত রাস্তাঘাট
৪.ট্রাফিক আইনের দায়িত্বহীনতা
৬. অদক্ষ চালনা
সড়ক দুর্ঘটনার প্রতিকার
সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক সমস্যা। সড়ক দুর্ঘটনার ফলে অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মূলত এটা মানুষেরই সমস্যা কেননা তাদের সচেতনহীনতার কারণে এ সমস্যাটা হয়।
১. ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগকরণ
২. ট্রাফিক আইন বিভাগকে দুর্নীতিমুক্তকরন
৩. চালকদের প্রশিক্ষণ প্রদান
৪. রাস্তাঘাটের সংস্কার সাধন
৫. জনগণের সচেতনতা বৃদ্ধি
শেষ কথাঃ
বাংলাদেশে দেখা গেছে প্রতি বছর হাজার হাজার মানুষ দুর্ঘটনায় শিকার হয়। এবং অনেক মানুষ সড়ক দুর্ঘটনা জীবন দিয়ে থাকে। এতে পরিবার তাদের উপার্জনক্ষম মানুষকে হারায়। অনেক মা তার সন্তানকে হারায়। সড়ক দুর্ঘটনার ফলে কেউ নিরাপদ ভাবে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। অনেকেই নানা ধরনের সমস্যায় শিকার হয়েছেন। ট্রাফিক আইন হীনতার জন্য অনেক অসাধু ব্যক্তি নানা ধরনের দ্রব্য বা মালামাল চোরাই পথে নিয়ে যাচ্ছে। আবার দেখা গেছে অনেক অসাধু চালকের জন্য অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তাদের দায়িত্বহীনতার ফলে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে । তাই সড়ক দুর্ঘটনা সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা আর হবে না।
https://www.pexels.com/video/fire-engine-d...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: