চা কফির গান || Tea Coffee Song || মান্নাদের গান বাজে মনের গহীনে
Автор: Beautiful View All Around
Загружено: 2025-09-13
Просмотров: 187
Описание:
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
মান্নাদের গান বাজে মনের গহীনে।
চোখ বন্ধ করলে ফিরে পাই সেই দিন ,
হাসি-ঠাট্টা, স্বপ্ন, আর অগণিত দিন ।
চায়ের কাপে পরিচয় তোমার সাথে,
ভেজা চোখে হেসেছিলে নীরবে পাশে।
ক্যাপিচিনো, লাতে, কফি তোমার সাথে,
গল্পে গল্পে ভিজে যেতো অনন্ত রাতে।
মনে হয় সোলসের সেই পুরনো সুর,
যেখানে প্রেম মিশে গেছে অচেনা ভোর।
তোমার ছোঁয়া আজও বাজে সুরের মতো,
কফির কাপে ধরা পড়ে আগামীর নোট।
চায়ের কাপে পরিচয় তোমার সাথে,
ভেজা চোখে হেসেছিলে নীরবে পাশে।
ক্যাপিচিনো, লাতে, কফি তোমার সাথে,
গল্পে গল্পে ভিজে যেতো অনন্ত রাতে।
আজও সন্ধ্যায় শুনি মান্নাদের গান,
আলো-অন্ধকারে খুঁজি পুরোনো প্রাণ।
তুমি কি মনে করো সেই দিনের কথা?
যেখানে কফি, গান আর প্রেম একসাথে।
কফি হাউজের স্মৃতি মুছবে না কখনো,
দুধে আলতার রঙে বাজে ভালোবাসার সুর।
চায়ের কাপে শুরু, হৃদয়ের গভীরে,
কফি, তুমি আর আমি—চিরন্তন ভুবনে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: