দুর্ভিক্ষ কেন আসছে ২০২৩ সালে বাংলাদেশ|দুর্ভিক্ষ সম্পর্কে ওয়াজ হাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী|ওয়াজ
Автор: M.M TV
Загружено: 2022-10-28
Просмотров: 24812
Описание:
দুর্ভিক্ষ কেন আসছে বাংলাদেশে এর কারণ কী। দুভিক্ষ সম্পর্কে ওয়াজ হাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী।
#দুর্ভিক্ষ
#২০২৩_সালে_দুর্ভিক্ষ
#হাসানুর_রহমান_হোসাইন_নক্সেবন্দী
#hasanur_rahman_hussain_naqshabandi
Speaker: Hasanur rahman Hussein Naqshbandi
© Production & Label.. M.M TV
-----------------------------------------------------------
আলোচকঃহাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী!
©পরিবেশনায় : এম.এম টিভি
-----------------------------------------------------------
©All Rights Reserved By M.M TV
@Subscribe Official Channel.. M.M TV
---------------------------------------
২০২৩ সালে দুর্ভিক্ষ দেখা দিবে,দুর্ভিক্ষ,দুর্ভিক্ষ কি,দুর্ভিক্ষ হলে করনীয়,২০২৩ সাল,জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে 2022 সালে,বাংলাদেশে ভয়ঙ্কর কয়েকটি দুর্ভিক্ষ,আসছে ভয়ঙ্কর দুর্ভিক্ষ,জুলফি তারকা দেখা দিছে,২০২৮ সালেই ঈমাম মাহদীর আবির্ভাব হবে ইনশাল্লাহ,২০৩০ সালে কেয়ামত,হাদিস ও নাসার গবেষণা অনুযায়ী ২০২২ সালে ২টি তারকা বিস্ফোরণ হবে জুলফি তারকা,২০২৮ সাল,বাংলাদেশের জলবায়ু পরিবর্তন,২০২৮ সালে ইমাম মাহদীর আগমন হবে ইনশাআল্লাহ সৌদিআরবের ক্যালেন্ডারে হিসাব মিলে যাচ্ছে।
---------------------------------------------
২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক মন্দা আরও ব্যাপকভাবে দেখা দিতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশের নাগরিকদের প্রতিটি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি।
কারণ সারা বিশ্বে এখন যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে- আমি যখন জাতিসংঘে গিয়েছি সেখানে অনেক দেশের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে, সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত যে ২০২৩ সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
আরও ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে আমি বলব আমাদের দেশের মানুষকে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আমাদের মানুষ আছে, আমাদের মাটি অত্যন্ত উর্বর, কোনো জমি যেন অনাবাদি না থাকে। যে যা পারেন উৎপাদন বৃদ্ধি করে নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। বিদ্যুৎ, পানি সবকিছু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। ভবিষ্যৎ চিন্তা করে আমাদের এখন থেকেই সেভাবে কাজ করে যেতে হবে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্বের মানুষের কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির পর আসলো রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধের ফলে দৌয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফলে আজকে শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রায় প্রতিটি দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে, নিত্য পণ্যের দাম বাড়ছে, বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এতে করে উন্নত দেশগুলোও এখন হিমশিম খাচ্ছে।
---------------------------------------------
✅আমরা আমাদের ধারন করা ভিডিও আপলোড করি!
✅ভিডিও কপি করা থেকে বিরত থাকুন।
✅ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স এ লিখুন।
✅আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন!,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: