আজকে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারিগণ টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করছেন ঢাকা প্রেসক্লাবের সামনে
Автор: Mehnaz Mou Vlogs
Загружено: 2025-11-27
Просмотров: 1211
Описание:
#আমানতকারী
#ভুক্তভোগী-গ্রাহক
#সম্মিলিত_ইসলামী_ব্যাংকের_আপডেট
#মার্জার_ব্যাংকের_আপডেট
#সময়সীমা_নির্ধারণ
#মানববন্ধন
সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী পরিষদ
মানববন্ধন ও দাবি–দাওয়া
আমরা ৫ ইসলামী ব্যাংক—Exim, FSIB, SIBL, Union Bank, Global Islami Bank—এর প্রায় ৯০ লাখ আমানতকারী, বহু বছর ধরে এ ব্যাংকগুলোর প্রতি আস্থা রেখে সারা জীবনের সঞ্চয় জমা রেখে এসেছি কিন্তু ২০২৫ সালের আগষ্ট মাস থেকে আমরা প্রয়োজন মত টাকা উত্তলন করতে পারছি না এবং সাম্প্রতিক মার্জার প্রক্রিয়া, নগদ সংকট, এবং টাকা উত্তোলনে অযৌক্তিক বাধার কারণে অসংখ্য গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।
অনেকে চিকিৎসা খরচ, পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয়, সন্তানের পড়াশোনা, বাড়িভাড়া—কোনোটিই ঠিকমতো দিতে পারছেন না। ৯০ লাখ আমানতকারী এখন সীমাহীন অনিশ্চয়তার মধ্যে।
এই পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত দাবিগুলো স্পষ্টভাবে জানাচ্ছি—
১) ৪ ডিসেম্বরের মধ্যে সকল আমানতকারীর টাকা ফেরত দিতে হবে।
গ্রাহকের জমা টাকা ফেরত পাওয়া তার সাংবিধানিক অধিকার। ব্যাংক থেকে টাকা কে নিয়েছে—এটা আমানতকারীর দেখার বিষয় নয়; এটি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব।
টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের শাখায় শাখায় ধরনা দেওয়া বন্ধ করুন। দীর্ঘ দেড় বছরের অভিজ্ঞতায় দেখেছি ব্যাংকের ম্যানাজাররা শুধু নিজের আত্মীয়-স্বজনের টাকা দেন, অন্যদের টাকা দেন না।
২) নগদ উত্তোলনসহ সব লেনদেন বাধা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
নগদ উত্তোলন, NPSB, EFT, RTGS, চেক ক্লিয়ারিং, এসবের ওপর সব অযৌক্তিক নিষেধাজ্ঞা ও টাকার লিমিট দ্রুত তুলে নিতে হবে।
৩) বাংলাদেশ ব্যাংকের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ চাই।
মার্জার প্রক্রিয়ায় আমানতকারীদের টাকা ১০০% নিরাপদ ও ফেরতের গ্যারান্টি দিতে হবে।
এ বিষয়ে সরকারি গেজেট অবিলম্বে প্রকাশ করতে হবে।
৪) প্রবাসী আমানতের ১০০% নিরাপত্তা নিশ্চিত করে গেজেট প্রকাশ করতে হবে।
বিদেশে থাকা কয়েক লক্ষ প্রবাসী এই ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা জমা রেখেছেন।
তাদের টাকা আটকে রাখা হলে, তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে বাধ্য হবেন, যা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনবে।
তাদের আস্থা ফিরিয়ে আনতে গেজেটের মাধ্যমে লিখিত নিশ্চয়তা জরুরি।
৫) রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবমুক্ত সুশাসন নিশ্চিত করতে হবে।
ব্যাংকের বোর্ড, ব্যবস্থাপনা, ঋণ বিতরণ ও বিনিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও নিয়মনীতি নিশ্চিত করতে হবে।
অনিয়ম ও অস্বচ্ছ ঋণ প্রদান বন্ধ করতে হবে।
প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
৬) সম্মিলিত ইসলামী ব্যাংক মার্জারের পর ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ১০০% ফেরতের নিশ্চয়তা সরকারি গ্যাজেট প্রকাশের মাধ্যমে দিতে হবে।
মার্জারের ফলে আমানতকারীদেরকে পূর্ণ টাকা এবং বাজার দর অনুযায়ী লাভসহ ফেরত দিতে হবে—এ বিষয়েও সরকারি গেজেট প্রকাশ করতে হবে।
৭) ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি।
৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আন লিমিটেড টাকা ফেরত না দিলে, ব্যাংকের লেনদেন স্বাভাবিক না করলে এবং আমানতকারীদের টাকার ১০০% নিশ্চয়তা গ্যাজেটের মাধ্যমে না দিলে, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করব।
এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ন্যায্য অধিকার আদায়ের ঘোষণা।
ঘোষণায়: সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী পরিষদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: